নাটোরের লালপুরে পারিবারিক কলহের জেরে ছাত্রদল নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। বুধবার (১২ মার্চ) রাত ১১টায় লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- বালিতিতা ইসলামপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে ও নাটোর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মেহেদী হাসান আরিফ এবং মাজদার রহমানের ছেলে সাকিব।
জানা যায়, বুধবার রাত ১১টায় লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামের শহীদ মণ্ডলের ছেলে আলম মণ্ডলের (৫০) সঙ্গে তার স্ত্রী বেলী খাতুনের দীর্ঘদিন পারিবারিক সমস্যা চলছিল। পারিবারিক সমস্যা সমাধানের জন্য বেলী তার চাচাতো ভাই সাকিবকে (৩০) বাড়িতে ডাকলে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় আলমের বাড়ির লোকজন শাকিবকে মারপিট করে একটি ঘরে আটকে রাখে।
সাকিব মোবাইল ফোনে বিষয়টি মেহেদী হাসান আরিফকে জানালে ঘটনাস্থলে আরিফসহ দুজন আলমের বাড়িতে যায়। এ সময় আলমের লোকজন আরিফের ওপর হামলা চালায়। এতে আরিফ আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিক আহত আরিফকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
খবর পেয়ে যৌথ বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে শাকিবকে আলমের বাড়ি থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনাস্থল থেকে ৮ রাউন্ড গুলি ভর্তি একটি রিভলভার উদ্ধার করে যৌথ বাহিনী। পরে যৌথ বাহিনী লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মেহেদী হাসান আরিফকে রাতেই আটক করে।
লালপুর থানার ওসি নাজমুল হক কালবেলাকে জানান, এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন