টাঙ্গাইলের কালিহাতীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চালক ও হেলপারসহ অন্তত ৪০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ২টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার আনালিয়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। যমুনা সেতু পূর্ব থানার এসআই তাহেরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গ থেকে ঢাকার দিকে আসছিল শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস। অন্যদিকে ঢাকার দিক থেকে ছেড়ে আসা আরপি পরিবহনের একটি বাস উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথিমধ্যে উপজেলার আনালিয়াবাড়ি এলাকায় পৌঁছালে উভয় বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
শ্যামলী পরিবহনের হাফিজুর রহমান নামে এক যাত্রী বলেন, বাসের চালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। তিনি বারবার নিষেধ করলেও চালক তা শোনেননি। ফলস্বরূপ এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
অপর বাসের যাত্রী মনির হোসেন জানান, তিনি চালকের পাশে বসে ছিলেন এবং চালকও বেপরোয়া গতি চালাচ্ছিলেন। ওই চালক এর আগেও সিরাজগঞ্জ এলাকায় দুর্ঘটনায় জড়িয়েছিলেন।
এদিকে, দুটি বাসের চালক ও সহকারী দুর্ঘটনার পর পালিয়ে গেছেন। পুলিশ তাদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।
এ বিষয়ে যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন জানান, দুর্ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৪০ জন আহত যাত্রীকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান। এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। উদ্ধার অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীও সহায়তা করেছে।
মন্তব্য করুন