কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ০৪:১৬ পিএম
অনলাইন সংস্করণ
কক্সবাজার

আলোর মুখ দেখেনি ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণ

আলোর মুখ দেখেনি ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণ

কক্সবাজার মেডিকেল কলেজে প্রস্তাবিত ৫০০ শয্যার আধুনিক হাসপাতাল দ্রুত নির্মাণের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১২টায় কলেজ ক্যাম্পাসে এ মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে ছাত্র নেতারা বলেছেন, ২০০৮ সালে স্বল্প সংখ্যক শিক্ষক এবং শিক্ষার্থী নিয়ে অস্থায়ী ক্যাম্পাসে যাত্রা শুরু করে কক্সবাজার মেডিকেল কলেজ। খুব স্বল্প পরিসরে যাত্রা শুরু হলেও অচিরেই স্থায়ী ক্যাম্পাসে প্রত্যাবর্তন করে এই প্রতিষ্ঠানটি। একে একে ১৭টি ব্যাচের পদচারণায় মুখরিত হয়েছে কক্সবাজার মেডিকেল ক্যাম্পাস। শিক্ষার্থী সংখ্যাও বৃদ্ধি পেয়েছে ব্যাপক। নিজের নামকে ছাপিয়ে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ফাইনাল প্রোফেশনাল পরীক্ষায় প্রথম হয়েছে।

তারা বলেন, তবুও কাটেনি কিছু সংকট ও অনিশ্চয়তা। দীর্ঘ ১৭ বছরেও আলোর মুখ দেখেনি একটি স্থায়ী ৫০০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল। এখনও দীর্ঘ ৮ কিলোমিটার পাড়ি দিয়ে নিয়মিত ক্লিনিক্যাল ক্লাসে যেতে হয় শিক্ষার্থীদের। যা অত্যন্ত সময় সাপেক্ষ একটি ব্যাপার।

মেডিকেল শিক্ষার্থীরা জানান, প্রায় ২৮ লাখ জনগোষ্ঠীর জন্য মাত্র ২৫০ শয্যার একটি হাসপাতাল রয়েছে। অথচ প্রতিদিন পাঁচ থেকে ছয় হাজার রোগী এখানে চিকিৎসা নিতে আসে। অন্তত এক হাজার রোগী ভর্তি হয়ে ফ্লোরে কিংবা সিঁড়ির পাশে, করিডোরে অবস্থান নেয়। সেই সঙ্গে প্রায় ১৫ লাখ বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর চাপ তো রয়েছেই।

এ ছাড়াও রয়েছে হেমাটোলজি, হেপাটোলজি, আপখ্যালমলজি, সাইকিয়াট্রি, নিউরোমেসিসিন, নিউরোসার্জারি, NICU সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের সংকট। নেই কোনো বিশেষায়িত বার্ন ইউনিট।

বিশেষ এই বিভাগগুলোর সংকটের কারণে প্রায়ই রোগীকে রেফার করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজে। কিন্তু দূরত্বের বিবেচনায় এটি প্রায় ১৫০ কিমি দূরবর্তী এবং সময় সাপেক্ষ। রোগীদের জন্যও অনেক সময় সম্ভব হয় না এই ব্যয় বহন করার। অথচ একটি উন্নতমানের ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালই এই সংকট সহজেই নিরসন করা যেতে পারে।

শিক্ষার্থীরা আরও জানান, বর্তমানে সদর হাসপাতালে পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় উচ্চতর ডিগ্রি অর্জন কিংবা গবেষণা চর্চা সম্ভব হচ্ছে না। ফলে বিভিন্ন পর্যায়ের চিকিৎসক এবং নার্সদের প্রশিক্ষণ ব্যবস্থা ব্যাহত হচ্ছে।

এছাড়াও পর্যটনকেন্দ্রিক উন্নত চিকিৎসা ব্যবস্থার ঘাটতি রয়েছে। কক্সবাজারে প্রচুর দেশি-বিদেশি পর্যটক আসেন, কিন্তু উন্নত চিকিৎসাসেবার অভাব রয়েছে। আধুনিক হাসপাতাল স্থাপন হলে পর্যটক ও স্থানীয়দের জন্য উন্নত চিকিৎসা প্রদান সম্ভব হবে।

কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন কেবল শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও প্রশিক্ষণ নিশ্চিত করবে না, বরং বৃহৎ জনগোষ্ঠী ও পর্যটকদের জন্য উন্নত চিকিৎসা সেবার দ্বার উন্মোচন করবে। দ্রুত বাস্তবায়ন হলে স্বাস্থ্যসেবা ও জনকল্যাণে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।

শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের দ্রুত অনুমোদন ও নির্মাণকাজ শুরু করার জোর দাবি জানান। মানববন্ধন ও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, কক্সবাজার ইন্টার্ন ডক্টরস মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. হিসাম, ৫ম বর্ষের শিক্ষার্থী আসিবুল হক, মিজানুর রহমান, আহসান সাকিব, ফাহিম হাসান, রাহাত হোসাইন, শাহাদাত হোসাইন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন আন্তোনিও গুতেরেস

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বৈঠক

বাড়িতে একা পেয়ে সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, আটক ১

ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে ইউক্রেনে শান্তি প্রচেষ্টায় বাধা দেওয়ার অভিযোগ

যুদ্ধবিরতি মেনে নিতে দাবিনামার তালিকা পেশ রাশিয়ার

মুহূর্তেই শেষ পশ্চিমাঞ্চলের ট্রেনের ১৫ হাজার টিকিট

চাকরি দিচ্ছে রেড ক্রিসেন্ট, বেতন লাখের ওপরে

সাবেক এমপি আবু জাহিরসহ ৪০ জনের নামে মামলা

দুপুরের মধ্যে দেশের যেসব জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে

বিআরডিবির অর্থ কেলেঙ্কারি / আ.লীগ নেতার ১১ বছর জেল, জরিমানা ৩১ লাখ টাকা

১০

ট্রেনে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু 

১১

শুয়ে ফোন ঘাঁটছিলেন যুবক, তখনই হাজির চিতাবাঘ

১২

এসির ভেতর বাসা বেঁধেছে সাপ, পরিষ্কার করতে গিয়ে হতবাক যুবক

১৩

কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া

১৪

সোনারগাঁয়ে ‘পাঁচ’ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে গণধোলাই

১৫

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার কী পরিস্থিতি?

১৬

১৪ মার্চ : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৭

১৪ মার্চ : আজকের নামাজের সময়সূচি

১৮

সিলেটে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০, আটক ৫

১৯

রূপগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণ, ৫ হাজারে রফাদফা

২০
X