পাবনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের মেয়ে মাহজেবীন শিরিন পিয়াকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ মার্চ) ভোরে ঈশ্বরদী শহরের হাসপাতাল সড়কের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাহজেবীন শিরিন পিয়া পাবনা জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও সাবেক পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর স্ত্রী। তিনি ঈশ্বরদী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাহজেবীন শিরিন পিয়া ৪ আগস্টের পর থেকে অধিকাংশ সময় পলাতক ছিলেন। তবে সুযোগ পেলে প্রায়ই তিনি ঈশ্বরদীতে আসতেন। বৃহস্পতিবার ভোরে ঈশ্বরদীর হাসপাতাল সড়কের নিজ বাড়িতে অবস্থান করছেন জেনে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম জানান, ঈশ্বরদী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান পিয়ার বিরুদ্ধে গত বছর ৪ আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ঈশ্বরদী থানা থেকে পাবনা জেলা আদালতে পাঠানো হচ্ছে।
মন্তব্য করুন