কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ০১:৫২ পিএম
অনলাইন সংস্করণ

‘আক্রমণ করবেন না, পুলিশ তো মানুষের শত্রু না’

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। ছবি : সংগৃহীত
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। ছবি : সংগৃহীত

দেশবাসীর কাছে অনুরোধ জানিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আমাদের কাজ করতে দেন। অনুগ্রহ করে আমাদের ওপর আক্রমণ করবেন না। আমরা এই সমাজের, আমরা এই দেশেরই নাগরিক। আমরা যদি আস্থা না আনতে পারি কীভাবে সমাজে স্থিরতা আসবে। কীভাবে আমরা নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের দিকে এগোবো।

তিনি বলেন, আমাকে কেন কাজ করতে দিচ্ছেন না। এটা তো টোটালি যুক্তিহীন একটা কাজ। এতদিন পরে এখন তো আর আবেগতাড়িত হওয়ার কিছু নাই। পুলিশ তো মানুষের শত্রু নয়।

বৃহস্পতিবার (১৩ মার্চ) গাজীপুরের ভোগরা বাইপাস মোগরখাল এলাকায় শিল্প পুলিশ-২–এর কার্যালয়ে বিশেষ কল্যাণ সভায় তিনি এসব কথা বলেন। সভায় অতিরিক্ত মহাপরিদর্শক সিবগাতুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম আওলাদ হোসেন, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ নাজমুল করিম খান, ডিআইজি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ইসরাইল হাওলাদার বক্তব্য রাখেন। এ সময় ডিআইজি আবু কালাম সিদ্দিক, গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, বিজিএমইএর প্রশাসক মো. আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

আইজিপি বাহারুল আলম বলেন, সরকারি কর্মকর্তা হিসেবে পুলিশের কোনো রাজনৈতিক আনুগত্য নেই। আমি বিএনপি, আওয়ামী লীগ বুঝি না। ৫ আগস্টের আগে পুলিশের রাজনৈতিক আনুগত্যের জন্য কলঙ্কিত হয়েছে। এটা করে পুলিশ মানুষের বিরুদ্ধে গেছে। কিছু লোকের উচ্চাভিলাষ, অন্ধ ও অন্যায় আনুগত্যের জন্য এটা হয়েছে। তাদের ভুলের জন্য কাজ করতে গিয়ে পুলিশকে মরতে হয়েছে। কাজ করতে গিয়ে আমাদের যে লোকগুলো মারা গেছে তাদের ভুলের জন্য জীবন দিতে হয়েছে। এই দায়ভারটা যিনি জীবন দিয়েছেন তার তো নয়। এই দায়ভার যিনি অর্ডার করেছেন তার, তাকে অবশ্যই পানিশমেন্ট পেতে হবে।

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, যারা এ অন্যায় করেছেন তাদেরকে অবশ্যই পানিশমেন্ট পেতে হবে। যিনি বাধ্য হয়ে এই কাজটা করেছেন আমার বিশ্বাস আদালত থেকে ন্যায়বিচার পাবেন।

একইদিন গাজীপুরের শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে কথা বলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, শিল্পখাত অস্থিরতাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য একটি স্বার্থান্বেষী সংক্ষুব্ধ মহল জড়িত, তাদের প্রতিহতে কাজ করছে পুলিশ।

আইজিপি বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে অন্তর্বর্তী সরকার কাজ করছে। এখানে যাদের মধ্যে আঘাত লেগেছে বা সংক্ষুব্ধ তারা চাইছে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়, প্রশাসন ব্যর্থ হয়। কিন্তু তাদের প্রতিহত করাই আমাদের কাজ।

ঈদযাত্রায় বিপুলসংখ্যক মানুষ শহর ছাড়েন উল্লেখ করে তিনি বলেন, মানুষের সম্পত্তি, বাসা বাড়িতে চুরি, ছিনতাই রোধের জন্য সারা দেশে বিশেষ নজরদারি থাকবে। তারপরও প্রত্যেকে বাড়িঘর তালা দিয়ে প্রস্তুতি নিয়ে যাবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস

৫৬০ মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়ম হয়েছে : প্রেস সচিব

পটকা মাছ খেয়ে শিশুর মৃত্যু, মুমূর্ষু ৪

শিশু আছিয়ার মৃত্যুতে শোক জানিয়ে যা বললেন মির্জা ফখরুল

আছিয়ার মৃত্যুর পর তারকাদের প্রতিক্রিয়া

সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনে মতামত দিয়েছে খেলাফত মজলিস

আছিয়া হত্যার বিচার ৯ ঘণ্টার মধ্যে করার দাবি তরিকুলের 

ভারতীয় মৃত শিশুকে বাংলাদেশি দাবি করে তহবিল সংগ্রহ

আবু সাঈদ হত্যা মামলা / পিবিআই’র কাছে থাকা আলামত জব্দের অনুমতি পেল আইসিটি

জামায়াতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে রাশিয়া : আব্দুল্লাহ তাহের

১০

বেড়েছে ডায়রিয়ার প্রকোপ, একই পরিবারের ১১ জন আক্রান্ত 

১১

প্রকল্প খাল খননের, কচুরিপানা পরিষ্কার করেই টাকা লোপাট

১২

১৫ দিন ব্যাপী রামাদান ও ঈদ ফেস্টিভ্যাল শুরু

১৩

বেপজায় সিঙ্গাপুর-ভারত মালিকানাধীন কোম্পানির ৯২.৪০ লাখ ডলার বিনিয়োগ

১৪

শিশু আছিয়ার মৃত্যুতে হেফাজতের বিবৃতি

১৫

মাগুরার শিশু ধর্ষণ মামলার তদন্ত দ্রুততম সময়ে শেষ হবে : আইজিপি

১৬

মাগুরায় শিশু ধর্ষণের বিচার ৭ দিনের মধ্যে শুরু : আইন উপদেষ্টা

১৭

কক্সবাজার / আলোর মুখ দেখেনি ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণ

১৮

গির্জায় শিক্ষক সুব্রত বৈদ্য হত্যার সব আসামি খালাস

১৯

স্ত্রী-সন্তানসহ সাদেক খানের ২১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

২০
X