ফসলি জমিতে থাকা ধান খেয়েছে একপাল মহিষ। আর এতেই ক্ষুব্ধ কৃষক। ক্ষোভে মহিষের পাল নিয়ে থানায় হাজির তিনি। এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। কৃষকের এমন কাণ্ডে এলাকায় সৃষ্টি হয় কৌতূহল। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের কমলগঞ্জে।
বুধবার (১২ মার্চ) রাতে উপজেলার আলীনগর ইউনিয়নের যোগীবিল গ্রামের এক কৃষক অদ্ভুত এই কাণ্ড ঘটান। যদিও পরে আপসের মাধ্যমে বিষয়টি সমাধান হয়েছে।
জানা গেছে, বুধবার বিকেলে আলীনগর ইউনিয়নের এক কৃষকের ধানক্ষেতে একপাল মহিষ ঢুকে ধান খেয়ে ফেলে। এতে ক্ষুব্ধ হয়ে কৃষক মহিষগুলো ধরে থানায় নিয়ে যান। পরে বিষয়টি আপসের মাধ্যমে সমাধান করে মালিকের কাছে মহিষ হস্তান্তর করা হয়।
কমলগঞ্জ থানার পরিদর্শক শামিম আকিনজি বলেন, একজন কৃষক ক্ষুব্ধ হয়ে থানায় মহিষের পাল নিয়ে আসেন। পরে বিষয়টি সমাধান করা হয়েছে।
মন্তব্য করুন