চট্টগ্রামের চন্দনাইশে চট্টগ্রামগামী পূরবী পরিবহনের একটি বাসের ধাক্কায় দুই স্কুল শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। নিহত দুই শিক্ষার্থী সম্পর্কে আপন ভাইবোন। এ সময় আরও একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ৯টার দিকে দোহাজারী পৌরসভা এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে রেল স্টেশন সড়কের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে এক স্কুল শিক্ষার্থী ও অটোরিকশা চালক মারা যান। অপর স্কুল শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন আমানত উল্লাহর ছেলে অটোরিকশা চালক রুহুল আমিন, দোহাজারী জামিজুরি এলাকার বাসিন্দা জসিম উদ্দিনের দুই সন্তান- ৭ম শ্রেণির ছাত্র ওয়াকার উদ্দিন ও ৯ম শ্রেণির শিক্ষার্থী উম্মে হাবিবা রিজভী। এ ছাড়া তাসিন আক্তার (১৬) নামের একজন আহত হয়েছেন। নিহত ও আহত সবাই দোহাজারী জামিরজুড়ী এলাকার বাসিন্দা।
দোহাজারী হাইওয়ে পুলিশের ওসি শুভ রঞ্জন চাকমা বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। বাসচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ ঘটনার জের ধরে বিক্ষুব্ধ স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেন। তাদের দাবি সড়কে গতিরোধক নির্মাণ না করায় প্রতিনিয়ত হতাহতের ঘটনা ঘটছে। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অবরোধকারীদের সরিয়ে যানচলাচল স্বাভাবিক করে।
মন্তব্য করুন