দিনাজপুরের বিরামপুরে সাত বছর বয়সী দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মমিনুল ইসলাম (৫৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নে ঘটনাটি ঘটে। বিরামপুর থানার ওসি মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার মমিনুল ইসলাম উত্তরপাড়া গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।
ওসি মমতাজুল হক কালবেলাকে বলেন, মঙ্গলবার সন্ধ্যায় মমিনুল ইসলাম দুই শিশুকে টিভি দেখানোর কথা বলে নিজ বাড়িতে ডেকে নিয়ে যান। পরে তিনি শিশু দুইটিকে ধর্ষণের চেষ্টা করেন। একটি শিশু ভয়ে চিৎকার দেয়। চিৎকার শুনে আরেক শিশু ওই বাড়িতে যায়। এ সময় অভিযুক্ত বাইরে কাউকে বিষয়টি না বলার হুমকি দিয়ে শিশু দুইটিকে ছেড়ে দেন। বাড়িতে ফিরে শিশুরা বিষয়টি তাদের বাবা-মাকে জানায়।
তিনি আরও বলেন, মঙ্গলবার রাতেই মামলা হয়েছে। অভিযুক্ত মমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। দুই শিশু দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
মন্তব্য করুন