চট্টগ্রামে তিনদিনে ওয়াসার পানি সরবরাহ স্বাভাবিক হয়নি। ক্ষতিগ্রস্ত সঞ্চালন লাইনের মেরামত শেষে সীমিত পরিসরে পানি সরবরাহ শুরু করলেও পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েকদিন লাগবে বলে জানিয়েছে সংস্থাটি।
বুধবার (১২ মার্চ) ভোর ৫টার দিকে সীমিত পরিসরে পানি সরবরাহ শুরু করে ওয়াসা। এর আগে মঙ্গলবার (১১ মার্চ) রাত ৪টার দিকে ক্ষতিগ্রস্ত মেরামত কাজ শেষ হয়।
গত শনিবার (৮ মার্চ) রাতে পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশের (পিজিসিবি) একটি প্রকল্পের উন্নয়ন কাজ চলাকালে নগরীর সাগরিকা এলাকায় চট্টগ্রাম ওয়াসার ১১০০ এম এম ব্যাসের প্রধান সঞ্চালন লাইনের পাইপ ফুটো হয়। এতে অন্তত ১৮ এলাকায় ওয়াসার পানি সরবরাহ বন্ধ হয়। ক্ষতিগ্রস্ত এই সঞ্চালন লাইনের মাধ্যমে হালিশহর এলিভেটেট ট্যাংক হয়ে আগ্রাবাদ বা/এ, সিডিএ আ/এ, পশ্চিম মাদারবাড়ি, হালিশহর, বড়পুল, ছোটপুল, বেপারিপাড়া, গোসাইলডাঙ্গা, পানওয়ালাপাড়া, পোস্তারপাড়, ধনিওয়ালাপাড়া, কদমতলী, হাজিপাড়া, শান্তিবাগ, মুহুরিপাড়া, পাহাড়তলী, ঈদগাঁ, দেওয়ানহাটসহ তৎসংলগ্ন এলাকায় পানি সরবরাহ করা হয়। খোঁজ নিয়ে জানা যায়, পানি সরবরাহ শুরু হলেও নগরীর নয়াবাজার, হালিশহর, পানওয়ালাপাড়াসহ বিভিন্ন এলাকায় পানি পৌঁছেনি।
হালিশহর এলাকার বাসিন্দা তৌহিদুল ইসলাম বুধবার সন্ধ্যায় কালবেলাকে বলেন, আমাদের এলাকায় এখনো পানি আসেনি। পানি না থাকায় আমাদের দুর্ভোগের শেষ নেই।
নগরীর পানওয়ালাপাড়া এলাকার বাসিন্দা মো. ফরহাদ বলেন, তিনদিন ধরে পানি নেই। ৫০০ টাকা দরে ড্রাম কিনে ব্যবহার করছি।
নয়াবাজার এলাকার বাসিন্দা মো. ইকবাল হোসেন বলেন, তিনদিন ধরে পানি না পেয়ে টিউবওয়েলের লাল পানি ব্যবহার করতে হচ্ছে।
জানতে চাইলে চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নুরুল আমিন কালবেলাকে বলেন, ভোর ৫টা থেকে সীমিত পরিসরে পানি সরবরাহ শুরু হয়েছে। দুইটা পাম্পের মধ্যে একটা চলছে। পানি সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগবে।
মন্তব্য করুন