যশোরের কেশবপুরের হাসানপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ মার্চ) বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির আলোকে উপজেলার ১১নং হাসানপুর ইউনিয়নের মোমিনপুর প্রাইমারি স্কুল মাঠে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর সুমন বলেন, দেশ ও দলের বৃহত্তর স্বার্থে ঐক্যের কোনো বিকল্প নেই। বিশেষ একটি রাজনৈতিক দলের মসজিদে দলীয় কর্মকাণ্ড চালানো এবং সাধারণ মুসল্লিদের একটি বিশেষ মার্কায় ভোট দিতে মসজিদে শপথ করানো হচ্ছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাকোর, সাংগঠনিক সম্পাদক সোহেল মেহেদী, নজরুল ইসলাম, মনিরুজ্জামান মিলন, কৃষক দলের আবু হাসান, উপজেলা যুবদলের আব্দুল গফুর, স্বেচ্ছাসেবক দলের মিলন, ছাত্রদলের উপজেলা যুগ্ম আহ্বায়ক নাহিদ হাসান ইমন, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রায়হানুল প্রমুখ।
মন্তব্য করুন