ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১২ মার্চ ২০২৫, ০৩:৪১ পিএম
আপডেট : ১২ মার্চ ২০২৫, ০৪:২৮ পিএম
অনলাইন সংস্করণ

‘আমি ইউনিয়ন ছাত্রদলের প্রেসিডেন্ট’ বলা সেই নেতা আটক

আটক ছাত্রদল নেতা শাওন কাবী রিজা। ছবি : সংগৃহীত
আটক ছাত্রদল নেতা শাওন কাবী রিজা। ছবি : সংগৃহীত

চাঁদপুরের ফরিদগঞ্জে ‘আমি ইউনিয়ন ছাত্রদলের প্রেসিডেন্ট’ বলা সেই নেতাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ মার্চ) রাতে তাকে আটক করা হয়েছে।

আটক ওই নেতার নাম শাওন কাবী রিজা। তিনি ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৬নং রুপসা (দক্ষিণ) ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।

আটকের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার ওসি শাহ আলম।

এর আগে, নুরে আলম নামে এক ব্যক্তি প্রাইভেটকারযোগে রায়পুর থেকে ফরিদগঞ্জে যাওয়ার পথে বর্ডার নামক স্থানে প্রাইভেটকারের পেছনে মোটরসাইকেলে দুজন পড়ে আহত হয়। এতে সামনের প্রাইভেটকারের কোনো দোষ ছিল না। প্রাইভেটকারে থাকা ব্যক্তিদের অভিযোগের ভিক্তিতে পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্ত শাওন কাবী রিজা তাদের সঙ্গেও খারাপ আচরণ করে।

এসময় পুলিশ তাকে থানায় যেতে বললে শাওন কাবী রিজা বলেন, ‘আমি যাব না, আপনার ওসি স্যাররে বলেন এখানে আসতে। আমি ইউনিয়ন ছাত্রদলের প্রেসিডেন্ট। আমি মনজিল ভাইয়ের শ্যালক।’

এসময় ফরিদগঞ্জ থানার এসআই খোকন চন্দ্র দাশের হাত থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে কথা বলার চেষ্টা করেন তিনি।

শাওন কাবী রিজা যেই মনজিল ভাইয়ের শ্যালক বলে পরিচয় দিয়েছেন, তিনি সাবেক ফরিদগঞ্জ পৌর মেয়র ও উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক।

ভুক্তভোগী নুরে আলম বলেন, আমরা চাঁদপুর লক্ষ্মীপুর সড়কের রায়পুর থেকে ফরিদগঞ্জে আমার বোনের বাড়ি যাচ্ছিলাম। আমাদের গাড়ির সামনে থাকা লড়িকে ওভারটেক করার চেষ্টা করলে সামনে থেকে আরও একটি গাড়ি আসার কারণে আমাদের গাড়ি সামনে যেতে পারেনি। এসময় তাদের মোটরসাইকেল আমাদের গাড়ির পেছনে ছিল। তারা ওখান থেকে গৃদকালিন্দিয়ার জোড়কবরস্তান নামক স্থানে আমাদের গাড়ির সামনে অবরোধ করে। গাড়ি থেকে নামিয়ে তারা আমাদের গালাগাল ও মারধর করে। তারা যে পেছনে পড়ে গেছে আমরা তা দেখিনি। দেখলে অবশ্যই দাঁড়াতাম।

তিনি আরও বলেন, আমরা থানা পুলিশকে বিষয়টি জানাই। এখানে এসে তাদেরও হেনস্থার শিকার হতে হয়েছে। তাদের কিছু আচরণ আপনারা ভিডিওর মাধ্যমে দেখেছেন।

এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জুর বলেন, শাওন কাবী রিজার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

ফরিদগঞ্জ থানার এসআই খোকন চন্দ্র দাশ বলেন, প্রাইভেটকারে থাকা ব্যক্তিদের অভিযোগের ভিক্তিতে আমরা ঘটনাস্থলে গেলে অভিযুক্ত শাওন কাবী রিজা আমাদের সঙ্গেও খারাপ আচরণ করে। তাকে থানায় আসতে বললে সে বলে- ‘আমি যাব না, আপনার ওসি স্যাররে বলেন এখানে আসতে’। একপর্যায়ে আমরা তাকে আটক করে থানায় নিয়ে আসি।

ফরিদগঞ্জ থানার ওসি শাহ আলম কালবেলাকে জানান, রাতেই তাকে আমরা আটক করেছি। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রশাসনের অভিযানে দুই ক্লিনিককে অর্থদণ্ড, ১টি সিলগালা

ভারত ও ভিয়েতনাম থেকে এলো ৩৮ হাজার টন চাল

কিডনি দিবস ও ২৬ মার্চ উপলক্ষে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

অভ্যুত্থানে ছাত্রশিবির ঐতিহাসিক অবদান রেখেছে : শিবির সভাপতি

এক টাকায় ইফতার বিক্রি করলেন হিরো আলম

কিউএস র‍্যাঙ্কিং  / বিশ্বসেরার তালিকায় দেশের ৩ বিশ্ববিদ্যালয়

হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিল নিরাপত্তারক্ষী

ইজারা নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১২ 

গলাচিপায় ইউএনও’র অপসারণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

জঙ্গি নাটকে বন্দি খুবির ২ শিক্ষার্থী, ঈদে পাশে চায় সহপাঠীরা

১০

ঘাস কাটতে গিয়ে মিলল তরুণের অর্ধগলিত লাশ

১১

পাকিস্তানে ট্রেন ছিনতাইয়ের ভিডিও প্রকাশ

১২

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন মাহমুদউল্লাহ

১৩

‘জুলাই আন্দোলনে হৃদয় দিয়ে কাজ করেছে মাল্টিমিডিয়া সাংবাদিকরা’

১৪

ইফতারের টোকেন নিয়ে হট্টগোল, প্রভোস্টের পদত্যাগ দাবি

১৫

৪৫০ কোটি টাকার লেনদেন / সাবেক প্রতিমন্ত্রীর বিরুদ্ধে দুদকের জোড়া মামলা

১৬

অর্ধকোটি টাকার সোনাসহ মোয়াল্লেম আটক

১৭

রোজার ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

১৮

ঢাকা মহানগর হেফাজতের ইফতারে বক্তারা / শাপলা চত্বরের খুনিদের কোনো ক্ষমা নেই

১৯

সেনাবাহিনীর হাতে ৪ ‘র’ এজেন্ট আটক দাবিতে প্রচার

২০
X