বগুড়ার দুপচাঁচিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু রায়হান রাহিম হত্যা মামলার ১১ নম্বর আসামি যুবলীগ নেতা আকরাম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ মার্চ) আসামি আকরামকে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার আকরাম হোসেন পৌর এলাকার মাস্টারপাড়া মহল্লার মৃত আশরাফ আলীর ছেলে। তিনি উপজেলা যুবলীগের সহসভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর।
এর আগে মঙ্গলবার (১১ মার্চ) পৌনে ৮টায় উপজেলার গুনাহার ইউনিয়নের তালুচ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, হত্যা মামলায় আকরাম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১২ মার্চ) আসামি আকরামকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন