সিলেটের শাহপরান মাজারের সামনে থেকে এক মানসিক ভারসাম্যহীন তরুণীকে তুলে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ মার্চ) সকালে সদর উপজেলার ছড়াগাও চা বাগানে ধর্ষণের ঘটনাটি ঘটে।
আটকরা হলেন- সিলেট সদর উপজেলার পীরেরবাজার উত্তর মোকামের গোল এলাকার হাসেম মিয়ার ছেলে ড্রাইভার আব্দুর করিম (২৯) ও দলুইপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ রাকিব মিয়া (২৫)।
বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, মঙ্গলবার সকালে মেয়েটিকে শাহপরান মাজার এলাকা থেকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তারা ধর্ষণের কথা স্বীকার করেছে।
এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান কালবেলাকে বলেন, একটি ধর্ষণের অভিযোগ এসেছে আমাদের কাছে। বেশ কয়েক দিন থেকে শাহপরান মাজারে মেয়েটি থাকত। মঙ্গলবার ভোরে মেয়েটিকে তুলে নিয়ে ছড়াগাঙ এলাকায় সংঘবদ্ধ ধর্ষণ করে কয়েকজন। ধর্ষণের শিকার তরুণী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি রয়েছেন। আমরা এটি নিয়ে কাজ করছি। এ ঘটনায় আমরা দুজনকে আটক করেছি। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন