কিশোরগঞ্জে ইটবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারায়ণ চন্দ্র বিশ্বাস (৬৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকের চালককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ মার্চ) রাত পৌনে নয়টার দিকে জেলা শহরের গাইটাল মুরাদ পেট্রল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারায়ণ চন্দ্র বিশ্বাস কিশোরগঞ্জ সদর উপজেলার পূর্ব কাতিয়ারচর এলাকার গোপাল চন্দ্র বিশ্বাসের ছেলে।
নিহতের মামাত ভাই রূপন চন্দ্র বিশ্বাস জানান, আট বছর আগে জেলা শহরের গাইটাল পেট্রল পাম্প এলাকায় জমি কিনে বাসা নির্মাণ করেন নারায়ণ চন্দ্র বিশ্বাস। বাসার সামনেই মোটর পার্টসের ব্যবসা শুরু করেন তিনি। ঘটনার আধা ঘণ্টা আগে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়েছিলেন নারায়ণ চন্দ্র। এ সময় ঘাতক ট্রাকটি তাকে চাপা দেয়। আহত অবস্থায় তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, রাত পৌনে ৯টার দিকে একটি ট্রাক নারায়ণ চন্দ্র বিশ্বাসকে চাপা দেয়। হাসপাতাল নেওয়া হলে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় চালকসহ ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন