সাতক্ষীরায় ডাক্তার মো. হাফিজুল্লাহর গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে সাংবাদিকরা।
মঙ্গলবার (১১ মার্চ) বিকেল ৫টায় আশাশুনি উপজেলা পরিষদ সংলগ্ন আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সামনে করা মানববন্ধন থেকে এ আলটিমেটাম দেওয়া হয়।
আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চলের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন- ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিএম আলাউদ্দিন, সহসভাপতি এমএম সাহেব আলী, সাংগঠনিক সম্পাদক লিংকন আসলাম, দপ্তর সম্পাদক মাহবুবুল হাসনাইন টুটল, দীপঙ্কর কুমার মণ্ডল, রেজাউল করিম ফুলবাবু, রনদা প্রসাদ মণ্ডল, আলী আহসান স্বাধীন, আশরাফুল ইসলাম, হাবিবুল্লাহ বিলালীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ও ভিডিও দেখে পুলিশ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা নিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত সাংবাদিকদের ওপর হামলার মূল হোতা কসাইখ্যাত ডাক্তার হাফিজুল্লাহ গ্রেপ্তার হয়নি। আমরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে দাবি জানাতে চাই যাতে দ্রুত সময়ের মধ্যে ডাক্তার হাফিজউল্লাহসহ সব আসামি গ্রেপ্তার হয়।
বক্তারা বলেন, আমরা এখন তার গ্রেপ্তারের জন্য আপনাদের কাছে অনুরোধ করছি। তবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাকে যদি গ্রেপ্তার করা না হয় পরবর্তীতে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।
মন্তব্য করুন