ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ও ভাঙচুর বন্ধের প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে জেলা ইটপ্রস্তুতকারী মালিক সমিতি। মঙ্গলবার (১১ মার্চ) বেলা ১২টায় কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের সামনে ইটভাটা মালিক ও শ্রমিকরা জড়ো হয়ে এ কর্মসূচি পালন করে।
পরে সেখান থেকে বিক্ষোভ মিছিলসহকারে সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এ সময় স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে গোটা কার্যালয় চত্বর। একপর্যায়ে প্রশাসনের কাছে ভাটা মালিকদের পক্ষে থেকে স্মারকলিপি দেওয়া হয় এবং অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম তা গ্রহণ করে।
সেখানে থেকে বেরিয়ে একই দাবিতে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে ভাটা মালিক ও শ্রমিকরা।
এদিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করায় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজট। পরে প্রশাসনের আশ্বাসে কর্মসূচি তুলে নেন তারা।
কর্মসূচিতে কুষ্টিয়া জেলা ইটপ্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক শাহীন আলীসহ মালিক সমিতির নেতারা, ইটভাটায় কর্মরত নারী-পুরুষ শ্রমিকরা অংশ নেয়।
মন্তব্য করুন