চট্টগ্রাম মেট্রোপলিটনের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৪০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ মার্চ) নগর পুলিশ মিডিয়া শাখার উপপরিদর্শক (এসআই) ইমরান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার আসামিরা হলেন- খুলশী থানায় শাহরিয়ার সাদেক (৩০), পাঁচলাইশ মডেল থানার মো. শিপন (৩৩), মো. শাওন প্রকাশ ঢাকাইয়া সাওন (৩১), মো. শামীম ওসমান (৩৬), মো. রুবেল (২২), পতেঙ্গা মডেল থানায় মো. জসিম উদ্দিন (৫৪), মো. আরিফ (১৮), চান্দগাঁও থানায় মো. সাইফুল হক (৫০), মো. সায়েম মুরাদ (৪২), মনু দত্ত (৪৫), চকবাজার থানায় মো. ইদ্রিস (৪০), আনোয়ার হোসেন (২৮), আব্দুল মালেক (২৪), কোতোয়ালি থানায় নুরুল হাকিম (৪২), আনিসুল হক (৩৬), নুরুল হাকিম (৪২), আনিসুল হক (৩৬), কর্ণফুলী থানা বাংলাদেশ শ্রমিকলীগ বৈরাগ ইউনিয়নের সহ-সভাপতি মো. ওয়াহিদ (২৪), ইপিজেড থানায় ফিরোজ আল মামুন (৪২), হালিশহর থানায় হাফেজ মো. ইসমাইল (৩৫), ডবলমুরিং মডেল থানায় আনাছ (২১), মো. ইমরান খন্দাকার (৪০), মাইনুল ইসলাম (২৮), মো. মহসিন সিকদার (৩২), মো. ইমরান খন্দকার (৪০)।
এ ছাড়া বায়েজিদ বোস্তামী থানায় মো. রবিউল হাসান মিন্টু (২০), ইয়াছিন আরাফাত রবিন (২২), মো. আলমগীর (৩৩), বাকলিয়া থানায় মো. হানিফ (২৮), মো. জাহেরুল হক প্র. রকি (২৬), জিয়াউল হক (২২), মো. রমজান (২৫), মোহাম্মদ ওয়াহিদুল হক (রিমন) (২৬), মো. ফারুক (৪২), পাহাড়তলী থানার আসামি মো. মামুনুর রশীদ (৪৪), সদরঘাট থানায় আসামি দ্বীন ইসলাম মুন্না প্র. কালাম (২৪), মো. রুবেল মিয়া (২৮), আকবর শাহ্ থানায় মো. জয়নাল আবেদীন (২২), মো. রুবেল (৩৩) ও বন্দর থানায় মো. নাজমুল ইসলাম (২৬)।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মাহমুদা বেগম বলেন, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা আছে।
মন্তব্য করুন