রংপুরের কাউনিয়ায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ী খোরশেদ আলম হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে রংপুরের সিনিয়র দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন কাউনিয়া উপজেলার শ্যামপুর এলাকার আব্দুল বাতেনের ছেলে শহিদুল ইসলাম, গদাধর এলাকার আইয়ুব আলীর ছেলে রাসেল মিয়া, মহেশা এলাকার শাহজামালের ছেলে ইউনুছ আলী ও শ্যামপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে মামুন মিয়া।
মামলার বিবরণ থেকে জানা যায়, কাউনিয়া উপজেলার শ্যামপুর গ্রামের ব্যবসায়ী খোরশেদ আলমের কাছে এক লাখের বেশি টাকা ঋণ করেন একই এলাকার শহিদুল ইসলাম। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আসামি শহিদুল ইসলামের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। এরই জের ধরে ২০২০ সালের ২০ মার্চ রাত ১১টায় মোবাইল ফোনে কাউনিয়া উপজেলার ভরসা কোল্ড স্টোরের কাছে মীরবাগ ডিগ্রি কলেজের কাছে ডেকে এনে শ্বাসরোধ হত্যা করে আসামিরা। পরে লাশ আমগাছের ডালে ঝুলিয়ে রাখা হয়।
এ হত্যার ঘটনায় নিহতের মা খোদেজা বেগম বাদী হয়ে কাউনিয়া থানায় মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ৪ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। মামলায় ১৭ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে আসামি শহিদুল ইসলাম, রাসেল মিয়া, ইউনুছ আলী ও মামুন মিয়াকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আফতাব উদ্দিন বলেন, এ রায়ের মাধ্যমে হত্যাকাণ্ডের শিকার খোরশেদ আলমের পরিবার ন্যায়বিচার পেয়েছে।
আসামিপক্ষের আইনজীবী আব্দুর রশীদ চৌধুরী জানান, বিবাদী ন্যায়বিচার পায়নি। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।
মন্তব্য করুন