শ্রমিক মারধরকে কেন্দ্র করে গাজীপুরে নাওজোড়ে ক্যামিও ইউএসএ নিটওয়্যার কারখানায় শ্রমিক বিক্ষোভ হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) সকালে বিক্ষুব্ধ শ্রমিকরা গুদাম ও একটি পিকআপ ভ্যানের ভেতরে থাকা কাপড়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রায় তিন ঘণ্টা অবরোধ করে রাখে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ইউএসএ নিটওয়্যারে বেতন দেওয়ার কথা ছিল। তবে বেতন দিতে দেরি হওয়া নিয়ে শ্রমিকদের সঙ্গে বহিরাগতদের মারধরের ঘটনা ঘটে। এর জেরে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার একটি গোডাউন রুমে ও একটি পিকআপ ভ্যানের কাপড়ে আগুন ধরিয়ে দেয় ।
এক পর্যায়ে সকাল ১০টা থেকে শ্রমিকরা নাওজোড় এলাকায় অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে রাখে। দুপুর ১টার দিকে যৌথবাহিনী ও শিল্প পুলিশ তাদের ধাওয়া দিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়। পরে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয় ।
বাসন থানার ওসি কায়সার আহমেদ বলেন, সকালে কারখানায় বেতন দেওয়ার কথা ছিল। বিষয়টি নিয়ে দেরি হওয়ায় এবং শ্রমিকদের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে আন্দোলন শুরু করে তারা। পরে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে।
মন্তব্য করুন