গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক দন্তচিকিৎসকের বাড়িতে দিনেদুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল বাড়িওয়ালার ছেলেকে হাত-পা বেঁধে হত্যা করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে উপজেলার কুশলা ইউনিয়নের লাকিরপাড়া গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে।
জানা গেছে, ভুক্তভোগী পল মজুমদার খোকন একজন দন্তচিকিৎসক ও তার স্ত্রী অনিতা বৈদ্য একজন নার্স। প্রতিদিনের মধ্যে আজ (মঙ্গলবার) সকালে তারা দুজন কর্মস্থলে বেরিয়ে যায়। দুপুরে পল মজুমদার খোকন বাড়িতে এসে তার ছেলে পিয়াস মজুমদারকে (২২) হাত-পা বাঁধা অবস্থায় খাটের উপর দেখতে পেয়ে চিৎকার দেয়। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে পিয়াস মজুমদারকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
এদিকে ডাকাতরা পিয়াস মজুমদারের হাত-পা বেঁধে টাকা-পয়সা, স্বর্ণালংকার নিয়ে গেছে বলে জানান পল মজুমদার খোকনের প্রতিবেশী সলমন মজুমদার।
তিনি বলেন, পল মজুমদার খোকনের চিৎকার শুনে আমরা এসে পিয়াস মজুমদারের হাত-পা বাঁধা অবস্থায় দেখে দ্রুত তাকে হাসপাতালে পাঠাই। খোকন মজুমদারের ঘরের সব আসবাবপত্র ভাঙাচোরা এবং এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
কোটালীপাড়া থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। তদন্তপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন