নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাদী দাউদ নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালককে হত্যার দায়ে চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয়মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক হুমায়রা তাসমিন এ রায় ঘোষণা করেন। এ সময় চারজন আসামির মধ্যে মো. শহীদুল আলম উপস্থিত ছিলেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন নেত্রকোনার উত্তর বিশিউড়া এলাকার মো. লতিফ ও তার ভাই মো. রতন, একই এলাকার মো. আ. আউয়াল ও বরিশালের বাবুগঞ্জ এলাকার মো. শহীদুল আলম। তাদের মধ্যে মো. শহীদুল আলম ছাড়া সবাই পলাতক রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, ২০০৫ সালে রূপগঞ্জে সিএনজিচালিত অটোরিকশাচালক হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেক আসামিকে জরিমানা অনাদায়ে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় মো. শহীদুল আলম উপস্থিত ছিলেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০০৫ সালে রূপগঞ্জের আদুরিয়া এলাকায় আসামিদের যোগসাজশে হাদী দাউদকে নেশা জাতীয় ট্যাবলেট খাইয়ে শ্বাসরোধে হত্যা করে মরদেহ গুম করার চেষ্টা করে। পরে তাদের আচরণ দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে রহস্য উন্মোচন করে। সেই মামলায় আদালত এ রায় ঘোষণা করেন।
মন্তব্য করুন