চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদল নেতা তন্ময় দত্তকে (২৭) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গতকাল (সোমবার) রাতে পুরান বাজার লোহারপুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে ডিবি চাঁদপুরের ওসি মজিবুর রহমান গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার তন্ময় দত্ত চাঁদপুর পৌরসভা ২নং ওয়ার্ডের পুরানবাজারের রয়েজ রোডের ঘোষপাড়ার বাসিন্দা। সে চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।
এ বিষয়ে ডিবি চাঁদপুরের ওসি মজিবুর রহমান বলেন, তন্ময়ের বিরুদ্ধে সদর থানায় ৪টি মামলা রয়েছে এবং সে চিহ্নিত অপরাধী। সে চাঁদপুর সদর মডেল থানার এজাহারনামীয় আসামি। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন