থানায় পুলিশ ক্লিয়ারেন্স নিতে গিয়ে নরসিংদী পৌরসভার সাবেক মেয়রের পিএস শফিকুল ইসলাম মাসুমকে আটক করা হয়েছে।
সোমবার (১০ মার্চ) দুপুরে নরসিংদী মডেল থানায় তাকে আটক করা হয়। নরসিংদী মডেল থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, শফিকুল ইসালাম নরসিংদীর সাবেক মেয়র কামরুজ্জামানের পিএস হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে আ. লীগের রাজনীতি করলেও জুলাই আন্দোলন চলাকালীন শিক্ষার্থীদের নানাভাবে সহায়তা করেছেন।
জানা যায়, ঘটনার দিন দুপুরে নরসিংদী মডেল থানায় ক্লিয়ারেন্স নিয়ে কথা বলতে যান শফিকুল ইসলাম। এ সময় থানার বাইরে থাকা বিএনপির কয়েকজন নেতাকর্মী তাকে দেখে পুলিশকে বলতে থাকে, আওয়ামী লীগের সঙ্গে জড়িত এই লোক থানায় আসে কীভাবে? এক পর্যায়ে তোপের মুখে শফিকুল ইসলাম মাসুমকে আটক করে পুলিশ।
এদিকে শফিকুল ইসলামের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তার বিরুদ্ধে কোনো মামলা না থাকলেও অন্যায়ভাবে তাকে আটক করা হয়েছে। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে পূর্বে জড়িত থাকলেও গেল ২ বছর ধরে তিনি নিষ্ক্রিয়। বরং আন্দোলনের সময় শিক্ষার্থীদের তিনি নানাভাবে সহায়তায় করেছেন। আ. লীগ করলেই তাকে গ্রেপ্তার করতে হবে, এটা চরম মানবাধিকার লঙ্ঘন ও হয়রানিমূলক। তারা সরকারের কাছে শফিকুল ইসলামের মুক্তি দাবি করেন।
নরসিংদী মডেল থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক কালবেলাকে বলেন, শফিকুল ইসলাম থানার সামনে দিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি মামলার সন্দেহভাজন আসামি। গ্রেপ্তারের পর কোর্টের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন