মেহেরপুরের গাংনীতে ফুটপাত ব্যবসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। ঘটনার পরপরই গাংনী থানা পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সোমবার (১০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে গাংনী বাসস্ট্যান্ড চত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাংনী বাসস্ট্যান্ড এলাকার সাবেক মালেক ফল ভান্ডারের স্থানে দোকান বসানোকে কেন্দ্র করে গাংনী পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান মনি ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলার সমর্থকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এর জেরে দেশীয় অস্ত্র ব্যবহার করে সেখানে শুরু হয় সংঘর্ষ।
এসময় সেখানে গুরুতর জখম হন আব্দুল আলিম নামের এক ব্যক্তি। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে আব্দুল আলিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। আহত অন্যান্য ব্যক্তিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
গাংনী থানার ওসি বানী ইসরাইল কালবেলাকে জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মন্তব্য করুন