চট্টগ্রামের হাটহাজারীর নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হয়েছেন নাঙ্গলমোড়া বিএনপির আহ্বায়ক লায়ন সালাউদ্দীন আলী। সোমবার (১০ মার্চ) চটগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. বিপ্লব গাঙ্গুলী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
অনুমোদনের কাগজ হাতে পায়েছেন লায়ন সালাউদ্দীন আলী। চিঠিতে জানানো হয়েছে, প্রতিষ্ঠানের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের শর্তে ১০ মার্চ থেকে ছয় মাসের জন্য এ এডহক কমিটি অনুমোদন করা হয়। চার সদস্যবিশিষ্ট এডহক কমিটির সভাপতি লায়ন সালাউদ্দীন আলী, সদস্য সচিব (পদাধিকার বলে) প্রধান শিক্ষক সত্যজিৎ বডুয়া, অভিভাবক সদস্য মো. এনায়েত উল্লাহ চৌধুরী ও শিক্ষক প্রতিনিধি সদস্য এটিএম হারুনর রশীদ।
নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও শহীদ জিয়া স্মৃতিসংসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং ছাত্রদল চটগ্রাম মহানগর কমিটির সাবেক সহসভাপতি লায়ন সালাউদ্দীন আলী বলেন, ‘আমি নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। আমার স্কুল জীবন কেটেছে এখানে। এটা আমার প্রিয় বিদ্যাপীঠ, আমি এই বিদ্যালয় থেকে এসএসসি সম্পন্ন করেছি। সেই প্রিয় স্কুলের এডহক কমিটির সভাপতি হয়েছি, এটা আমার জন্য অনেক আনন্দের বিষয়।’
তিনি বলেন, ‘স্কুলটি নিয়ে আমার অনেক স্বপ্ন। যদি কখনো সুযোগ পাই স্কুলের উন্নয়নে কাজ করে যাব। তাই এ শিক্ষাপ্রতিষ্ঠানের যে কোনো কাজে যদি কিছু সহায়ক ভূমিকা পালন করতে পারি, তাহলে এটাতে আমি অত্যন্ত কৃতার্থ থাকব। এজন্য স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, নাঙ্গলমোড়া গণ্যমান্য ব্যক্তিদের দোয়া ও সহযোগিতা চাই।’
মন্তব্য করুন