সাতক্ষীরায় অভিযান চালিয়ে ১৫টি সোনার বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। রোববার (৯ মার্চ) সন্ধ্যা সাতটার দিকে সদর উপজেলার আবাদেরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক সোনা চোরাকারবারির নাম মো. সোহেল উদ্দিন (৫৫)। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার আইসপাড়া গ্রামের মো. হামেজ উদ্দিনের ছেলে।
বিজিবি সূত্র জানায়, আবাদেরহাট এলাকা দিয়ে সোনার একটি বড় চালান ভারতে পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবি-৩৩ ব্যাটালিয়নের আওতাধীন নায়েব সুবেদার এমএম কামরুজ্জামানের নেতৃত্বে একটি দল সন্ধ্যায় ওই এলাকায় অবস্থান নেয়। সন্ধ্যা সাতটার দিকে একটি ইজিবাইক নিয়ে সীমান্তের দিকে যাওয়ার সময় বিজিবি সদস্যরা সোহেল উদ্দিনকে আটক করে।
পরে আটক ব্যক্তি ও ইজিবাইক তল্লাশি করে ইজিবাইকের সামনের স্টিয়ারিংয়ের নিচের অংশে ফিটিং এবং স্কচটেপ দ্বারা পেঁচানো অবস্থায় ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ৮০০ গ্রাম। আটক ইজিবাইকসহ স্বর্ণের আনুমানিক মূল্য দুই কোটি পঁয়ত্রিশ লাখ পঁয়ত্রিশ হাজার দুশ টাকা।
সাতক্ষীরার বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লে. কর্নেল মো. আশরাফুল হক বলেন, সোনার বার শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশে পরিবহন ও নিজ জিম্মায় রাখায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
মন্তব্য করুন