সারা দেশে ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে কুমিল্লা সদর দক্ষিণের কোটবাড়ি বিশ্বরোড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
সোমবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে মহাসড়কে অবস্থান নিয়ে এই অবরোধ করেন শিক্ষার্থীরা।
কর্মসূচিতে কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা মহিলা কলেজ, কুমিল্লা মর্ডান হাই স্কুল, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
এ সময় শিক্ষার্থীরা ‘আমি কে তুমি কে আছিয়া,আছিয়া’ ‘একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘ধর্ষকের সাজা একটাই, মৃত্যু ছাড়া কথা নাই’, ‘ডিজিটাল বাংলাদেশ চাই না, নিরাপদ বাংলাদেশ চাই’, ‘ধর্ষকের ঠাঁই নাই, আমার সোনার বাংলায়’সহ বিভিন্ন স্লোগান দেন।
মন্তব্য করুন