রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় আদালতে জামিন নিতে এসে কারাগারে গেছেন দুই উপজেলা আওয়ামী লীগের সভাপতি। রোববার (০৯ মার্চ) বেলা ১১টার দিকে রাজবাড়ী আদালতে এসে আত্মসমর্পণ করে জামিন নিতে গেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক (ভারপ্রাপ্ত) জান্নাতুন লিলিফা আকতার জা তাদের কারাগারে পাঠানোর নিন্দেশ দেন।
তারা হলেন রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খাঁন (৫৯) এবং গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা মুন্সী (৬০)।
এ দুই আওয়ামী লীগ নেতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ও ছাত্র-জনতার ওপর হামলার মামলায় এজাহারভুক্ত আসামি।
রাজবাড়ী আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক বলেন, রমজান আলী খাঁন ও মোস্তফা মুন্সী বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলার এজাহারভুক্ত আসামি। তারা হাইকোর্ট থেকে আগাম জামিনপ্রাপ্ত ছিলেন। তাদের জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ রাজবাড়ী আদালতে আত্মসমর্পণ করে জামিন নিতে গেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক (ভারপ্রাপ্ত) জান্নাতুন লিলিফা আকতার জা তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
মন্তব্য করুন