বগুড়ার মহাস্থানে আব্দুল বারী হত্যা মামলার রায়ে মা ও ৩ মেয়েসহ অভিযুক্ত ৪ আসামিকে ৫ বছর করে সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
রোববার (০৯ মার্চ) দুপুরে বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালত নং- ৩ এর বিচারক লুৎফর রহমান শিশির এ রায় দেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাগরকান্দির মৃত জয়েন উদ্দিনের স্ত্রী দোলেনা বেওয়া, তার তিন মেয়ে শাহিদা খাতুন, বকুল খাতুন ও মেননা খাতুন।
বগুড়ার অতিরিক্ত পিপি অ্যাড. এ জে এম শামসুদ্দিন স্বপন বলেন, শিবগঞ্জ উপজেলার মহাস্থান নামাপাড়ার পঙ্গু আব্দুল বারী মহাস্থান মাজার কর্তৃপক্ষের অনুমতিক্রমে মাজারের ভান্ডার খানা দেখাশোনা করত। ২০০৬ সালের ২৮ এপ্রিল বেলা ২টার দিকে তবারক (পায়েস) নিয়ে ভান্ডার খানার দিকে এলে অভিযুক্ত আসামিরা তা কেড়ে নেয়।
এ সময় আব্দুল বারী আসামিদের বাধা দিলে আসামিরা আব্দুল বারীকে কিল-ঘুষিসহ মারধর করে। আহত আব্দুল বারীকে শিবগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ও আসামিরা টানাহেঁচরা করে। পরে শিবগঞ্জ হাসপাতালে নিয়ে যাবার সময় বিকেল ৫টার দিকে হাসপাতালের গেটে আব্দুল বারী মারা যান।
এ ব্যাপারে নিহত আব্দুল বারীর স্ত্রী আর্জিনা খাতুন বাদী হয়ে ওই আসামিদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি পরিচালনা করেন রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি অ্যাড. এ জে এম শামসুদ্দিন স্বপন ও অ্যাড. এফ ই এম আসাদুজ্জামান মাখন এবং আসামিপক্ষে ছিলেন অ্যাড. মো. আলম।
মন্তব্য করুন