কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন সাইফ উদ্দিন। এর আগে তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করেন।
সাইফ উদ্দিন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, সিনিয়র সহসভাপতি ইয়াছিন আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজি আমিনুর রশিদ ইয়াছিনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অগ্রসৈনিক দীর্ঘ রাজপথে থাকা জেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাইফ উদ্দিন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। দেশের মানুষের ভোটের অধিকার দ্রুত প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
একই সঙ্গে কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল ও অন্তর্ভুক্ত ইউনিট শক্তিশালী করার জন্য কাজ করবেন সাইফ উদ্দিন।
মন্তব্য করুন