সুনামগঞ্জের দিরাইয়ে জমি নিয়ে বিরোধে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে কিশোরসহ ২০ জন গুলিবিদ্ধ হন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৫ জন। সংঘর্ষের পর ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
রোববার (০৯ মার্চ) দুপুরে গ্রামের জমি সংক্রান্ত বিরোধের জেরে উপজেলার তাড়ল ইউনিয়নের রনভূমি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন- মুন্না মিয়া, আমিরুল মিয়া, বিজয় ইসলাম, টুনু মিয়া, জাহির আলম, জিহাদ মিয়া, মুজাক্কির মিয়া, আবদুর ছাত্তার, তোফায়েল মিয়া, মরোম মিয়া, ছাতির মিয়া, মাসুম আহমেদ, জয় ইসলাম, শাকিবুল, পাবেল মিয়া, শাহরুখ খান, মোজাহিদ, শাহালম মিয়া, বারেক চৌধুরী রুবেল ও টিপু মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে উপজেলার তাড়ল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লুৎফুর ও মুক্তিযোদ্ধা আশিকের জমি দখল নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। এ সময় সাবেক চেয়ারম্যানের পক্ষের লোকজন অবৈধ অস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এতে সংঘর্ষে থাকা প্রায় ২০ জন গুলিবিদ্ধ হন।
দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সাফায়েত কালবেলাকে বলেন, সংষর্ঘের ঘটনায় চিকিৎসা নিতে আসা ৩৫ রোগীর মধ্যে ২০ জনই গুলিবিদ্ধ। তাদের প্রাথমিক চিকিৎসাসেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেটে রেফার করা হয়েছে।
দিরাই থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক কালবেলাকে বলেন, সংঘর্ষের পর পুরো গ্রাম পুরুষশূন্য আছে। গ্রামে পুলিশ মোতায়েন আছে। পুলিশ অপরাধীদের ধরতে অভিযান চালাচ্ছে।
মন্তব্য করুন