রাজশাহীর তানোরে তালাকপ্রাপ্ত এক নারীকে ধর্ষণের অভিযোগে প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার (০৯ মার্চ) ভোরে জেলার গোদাগাড়ী উপজেলার কাইপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম মো. খাইরুল ইসলাম (২৪)। তিনি রাজশাহীর তানোর উপজেলার সরনজাই (কাচারীপাড়া) এলাকার মো. সাজ্জাদের ছেলে। র্যাব-৫ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২ মার্চ রাজশাহীর তানোরে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণ করা হয়। চাঞ্চল্যকর এই ধর্ষণ মামলার প্রধান আসামি ছিলেন খাইরুল নামে এক ব্যক্তি। এ ঘটনায় র্যাব-৫ এর একটি আভিযানিক দল তদন্তকারী কর্মকর্তার অধিযাচনপত্রের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন কাউপাড়া এলাকা হতে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তানোর থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মন্তব্য করুন