চাঁদপুর শহরের কোড়ালিয়া এলাকার একটি ভবনে গ্যাসের চুলার লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। গুরুতর আহত সবাইকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
রোববার (০৯ মার্চ) ভোরে শহরের কোরালিয়া রোড এলাকায় রুস্তম বেপারীর বাড়ির চতুর্থতলায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- ভাড়াটিয়া আবদুর রহমান (৬০), তার স্ত্রী শাহনাজ বেগম (৫৫), ছেলে ইমাম হোসেন সর্দার (৩৫), পুত্রবধূ খাদিজা বেগম (২৫), মহিন সর্দার (১৬) ও নুসরাত জাহান নিভা (২২)। তাদের মধ্যে প্রথমে চারজনকে ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। পরে অন্য দুজনকে পাঠানো হয়।
পরিবারের সদস্য লিজন তালুকদার বলেন, বাসায় ১১ জন ছিল। এর মধ্যে ছয়জন দগ্ধ হয়েছেন। আবদুর রহমানের ছোট ছেলে রাতে বাসা থেকে বেরিয়ে পড়েন। এতে রাতে বাসার প্রথম দরজায় তালা লাগিয়ে রাখে। এতে করে আগুন পুরো বাসায় ছড়িয়ে পড়লে তারা বাসা থেকে বের হতে পারেনি। ভোর রাতে সেহরির খাবার গরম করার জন্য গ্যাসের চুলা জ্বালানো মাত্রই বিকট শব্দে গোটা ছয়তলা বাড়ি কেঁপে ওঠে। এ সময় রান্নাঘর ছাড়াও আশপাশের আরো তিনটি কক্ষে আগুন লেগে যায়। এতে বিছানাপত্র এবং আসবাবপত্রের পুড়ে গেছে।
প্রতিবেশী বাসার রাশিদা বেগম বলেন, সেহরি খেতে ওঠার পর বিকট আওয়াজ ও চিৎকার শুনতে পাই আমরা। পরে দরজা খুলতে দেরি হয়। দরজার খোলার পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। আহতদের সবার শরীর মারাত্মকভাবে ঝলসে গেছে।
চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসক ডা. মাহমুদুল হাসান বলেন, তাদের শরীরের হাত-পা, মুখ দগ্ধ হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে প্রথমে চারজনকে ঢাকায় পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বাকি দুজনকেও ঢাকায় রেফার্ড করা হয়েছে।
মন্তব্য করুন