কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের গোলাগুলিতে মোহাম্মদ রফিক নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ৮ ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বি ৬১ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ রফিক (৩৩) একই ক্যাম্পের শামসুল আলমের পুত্র।
৮ এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ ফজলে বিষয়টি নিশ্চিত করে বলেন, দুগ্রুপের মধ্যে গোলাগুলিতে পড়ে আহত হয় এক রোহিঙ্গা। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রোহিঙ্গা যুবক বুদ্ধি প্রতিবন্ধী ছিল বলে জেনেছি। ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে এপিবিএনের তৎপরতা অব্যাহত রয়েছে
উল্লেখ্য, গত এক সপ্তাহের ব্যবধানে এ রোহিঙ্গা ক্যাম্পে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর আগে গত ৫ মার্চ ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি মোহাম্মদ নুরকে হত্যা করে দুর্বৃত্তরা।
মন্তব্য করুন