বগুড়ার গাবতলীতে সপ্তম শ্রেণিপড়ুয়া এক স্কুলছাত্রকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৮ মার্চ) রাতে স্থানীয় লোকজন তার লাশ বাড়ির পাশের পুকুরপাড় থেকে উদ্ধার করেছে।
জানা গেছে, গাবতলী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের উঞ্চুরকী উত্তরপাড়া গ্রামের হাবিজার রহমান মোল্লার ছোট ছেলে সিফাত (১৩) মসজিদে ইফতার করে বাড়ি আসে। তারপর আবার বাড়ি থেকে বের হয়। এরপর রাত ৯টায় স্থানীয় লোকজন উঞ্চুরকী উত্তরপাড়া ইদগাহ মাঠ সংলগ্ন পুকুরপাড়ে সিফাতকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হাসপাতাল) নিয়ে যায়। পরে চিকিৎসক পরীক্ষা করে সিফাতকে মৃত বলে ঘোষণা দেন। সিফাতকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে ও গলায় হাতের আঙ্গুলের দাগ ছিল বলে জানায় চিকিৎসক।
সিফাতের মা রুলি বেগম বলেন, সিফাত রোজা ছিল, মসজিদে ইফতার শেষ বাড়ি এসে আবারও বেড়িয়ে যায়। রাত ৯টায় তার লাশ পাওয়া যায়। ইমরান হোসেন হারু নামের তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির বাড়ির কাছে সিফাতের লাশ পড়ে ছিল। সিফাত স্থানীয় পাইলট উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে লেখাপড়া করত।
গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবাল কালবেলাকে বলেন, সিফাতের মৃত্যুকে গুরুত্ব দিয়ে রহস্য উদ্ঘাটনে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন