সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫, ০৩:১৭ এএম
আপডেট : ০৯ মার্চ ২০২৫, ০৩:২০ এএম
অনলাইন সংস্করণ

তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে বেধড়ক পেটালেন ডাক্তার

তথ্য সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার সাংবাদিক। ছবি : সংগৃহীত
তথ্য সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার সাংবাদিক। ছবি : সংগৃহীত

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রুগী ভাগিয়ে বেসরকারি হাসপাতালে নেওয়ার তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে পেটানোর অভিযোগ উঠেছে মো. হাফিজুল্লাহ নামে এক ডাক্তারের বিরুদ্ধে। শনিবার (৮ মার্চ) রাত সাড়ে দশটার দিকে সাতক্ষীরা শহরের ট্রমা সেন্টারে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ডাক্তার মো. হাফিজুল্লাহ সাতক্ষীরা মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জারির কনসালটেন্ট এবং সাতক্ষীরা ট্রমা সেন্টারের পরিচালক।

হামলা শিকার সাংবাদিক মনির ইসলাম মনি, বাংলাদেশ প্রতিদিন এবং নিউজ টুয়েন্টিফোরের সাতক্ষীরা জেলা প্রতিনিধি।

প্রত্যক্ষদর্শী আব্দুর রহমান কলেজের প্রভাষক আমিনুর রহমান বলেন, হঠাৎ করেই দেখলাম ডাক্তার মোহাম্মদ হাফিজুল্লাহ তার স্টাফদের বলছে ট্রমা সেন্টারের সামনের গেট আটকে দিতে। এরপরেই ডাক্তারের নির্দেশে স্টাফরা ফিল্মি স্টাইলে সাংবাদিক মনিরের ওপর হামলা চালায়। তথ্য সংগ্রহ করায় ডাক্তারের নেতৃত্বে এমন মারধর মেনে নেওয়া যায় না।

হামলার শিকার সাংবাদিক মনিরুল ইসলাম মনি বলেন, তারাবির নামাজ শেষে সহকর্মীদের সঙ্গে ট্রমা সেন্টারে একটি রোগীকে দেখতে যাই। রোগী দেখে বাইরে বের হয়ে দেখি এক বৃদ্ধ মহিলা ভ্যানের ওপর শুয়ে কাতরাচ্ছে। এ সময় আমি তাদের কাছে জানতে চাই কী হয়েছে? রোগীর স্বজনরা জানায়, তারা বৃহস্পতিবার থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিল কিন্তু তিন দিনেও ট্রিটমেন্ট না পেয়ে হাসপাতালের লোকজনের পরামর্শে ট্রমা সেন্টার এসেছেন।

তিনি বলেন, তারা আমার কাছে সহযোগিতা চেয়ে আকুতি মিনতি করে। এক পর্যায়ে আমি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জারির বিভাগের প্রধান ডাক্তার প্রবীর কুমারের সঙ্গে মোবাইল ফোনে কথা বলি। এ সময় রোগীর চিকিৎসা না পাওয়াসহ হাসপাতালের লোকজনের পরামর্শে রোগী বাইরে পাঠানোর বিষয়টি তাকে অবগত করি। প্রবীর কুমার বলেন এর আগেও ডাক্তার হাফিজুল্লাহর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আশায় তাকে সতর্ক করা হয়েছে। তিনি ভুক্তভোগী রোগীদের পুনরায় মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন এবং রোগীর স্বজনদের সঙ্গে কথা বলেন।

ভুক্তভোগী সদর উপজেলার ভালুকা চাঁদপুর এলাকার জুলেখা বেগমের ছেলে ইশার আলী গাজী জানান, আমার আম্মা কয়েক দিন ধরে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। তবে কয়েকদিন ধরে কোনো প্রকার চিকিৎসা পাচ্ছিল না। আজ হাসপাতালের লোকজন আমাদেরকে বলে চিকিৎসা পেতে হলে ট্রমা সেন্টারে নিয়ে যেতে। তাই আমরা আমার বাবার ভ্যানে করে মাকে ট্রমা সেন্টারে নিয়ে যাই।

তিনি বলেন, ট্রমা সেন্টারের সামনে আসার পরে আমার মায়ের কান্নাকাটি দেখে সাংবাদিক ভাই এগিয়ে আসে। আমরা সব ঘটনা খুলে বললে তিনি মেডিকেল কলেজ হাসপাতালের বড় ডাক্তারের কাছে কল দেন। বড় ডাক্তার তার মোবাইল থেকে আমাদের সঙ্গে কথা বলে পুনরায় মেডিকেলে নিয়ে যেতে বলেন। এ জন্যই প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু হঠাৎ করে ট্রমা সেন্টারের ডাক্তার ও তার লোকজন সাংবাদিক ভাইয়ের ওপর আক্রমণ করে। তারা ট্রমা সেন্টারের সামনের গেট বন্ধ করে সাংবাদিক ভাইকে বেধড়ক মারধর করে।

রোগীর আরেক স্বজন কাজল বেগম বলেন, আমরা সব ঘটনা বলে সাংবাদিক ভাইয়ের সাহায্য চাই। কিন্তু ট্রমা সেন্টারের ডাক্তারসহ তাদের লোকজন সাংবাদিক ভাই আমাদের সহযোগিতা করায় তাকে ব্যাপক মারধর করেছে। মারধর দেখে আমি ও আমার খালা ঠেকাতে গেলে আমাদের ওপরও মারপিট করে।

এ বিষয়ে জানতে অভিযুক্ত ডাক্তার মো. হাফিজুল্লাহকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেন নি।

এদিকে ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাতক্ষীরা সদর থানা পুলিশ।

সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী সাংবাদিককে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের প্রধানমন্ত্রী / ‘ইরানে হামলা হলে ৩ দিনে পানিশূন্য হবে পারস্য অঞ্চল’

বন্ধুপ্রতিম দেশগুলোর সহযোগিতা চায় খেলাফত মজলিস

অফিসে আসতে দেরি, কর্মীদের বেত্রাঘাত এমডির

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী কারাগারে

‘কোরআনের বিধান প্রতিষ্ঠা হলে দেশে ঘুষ দুর্নীতি অনিয়ম বন্ধ হবে’

‘বদনামের দায়’ নেবেন না বলে বিএনপি নেতার পদত্যাগ

কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হয়েছেন সাইফ

আ.লীগ ধর্ম নিরপেক্ষতার নামে ধর্মহীনতা চাপিয়ে দিয়েছিল : প্রিন্স

বাকরুদ্ধ আসিফ আকবর

ব্যস্ততা বাড়লেও মুখে হাসি নেই চট্টগ্রামের জুতার কারিগরদের

১০

পরীক্ষায় অনুপস্থিত থেকেও পাস করানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

১১

নির্বাচনের আগে মুগ্ধর খুনিদের বিচার করতে হবে : উপদেষ্টা ফরিদা

১২

পানি নেই নলকূপে, এলাকাবাসীর দুর্ভোগ

১৩

‘বিনিয়োগকারীদের নিয়ে আসুন’, কুয়েতক প্রধান উপদেষ্টা

১৪

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়াল ২১ বিলিয়ন ডলার

১৫

অন্তঃসত্ত্বার পেটে লাথি আ.লীগ নেতার, অতঃপর...

১৬

গাজা উপত্যকার পাশে দাঁড়াল ইউরোপের ৪ শক্তিশালী দেশ

১৭

চীন ও রাশিয়াকে নিয়ে শক্তি দেখাচ্ছে ইরান

১৮

মাগুরার সেই শিশুকে আইনি সহায়তা দেবে বিএনপি

১৯

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকসহ দুজন আটক, মাদক উদ্ধার

২০
X