সাভারে অনুমোদন ছাড়াই ইট ভাটা পরিচালনার দায়ে অবৈধ ইটভাটা ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন। আগামী দিনেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
শনিবার (৮ মার্চ) দুপুরে উপজেলার ধামসোনা ইউনিয়নের বাশবাড়ী এলাকায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি, জহিরুল আলম।
অভিযান থেকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি জহিরুল আলম জানান, প্রয়োজনীয় ছাড়পত্র ও সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন না নিয়ে বাশবাড়ী এলাকায় মদিনা ব্রিকস ইটভাটা পরিচালনা করে আসছিল।
এমন সংবাদের ভিত্তিতে ভাটাটিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় তারা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে ভাটাটি গুড়িয়ে দেয়া হয় এবং যাবতীয় কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম আরো জানান, পর্যায়ক্রমে সাভারের সব অবৈধ ইটভাটায় তাদের অভিযান পরিচালনা করা হবে।
সাভার উপজেলায় অনুমোদনহীন অবৈধ সকল ইটভাটা গুড়িয়ে দিতে উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যেই এমন অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসন।
মন্তব্য করুন