গাজীপুরের ভূরুলিয়ার ফকিরটেক এলাকায় এলটেক অ্যালুমিনিয়াম নামে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (৮ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৩টি এবং ভোগড়া মডার্ন ফায়ার স্টেশনের ৩টিসহ মোট ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় পৌনে এক ঘণ্টা পর সন্ধ্যা পৌনে ৭টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। যেহেতু অ্যালুমিনিয়াম কারখানা তাই ভেতরে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ ছিল।
তিনি আরও বলেন, আগুন আশপাশের বাসাবাড়িতে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন চারপাশে ছড়িয়ে পড়তে পারেনি। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
মন্তব্য করুন