নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ম্যাগাজিনসহ ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
শনিবার (৮ মার্চ) বিকেল সাড়ে ৪টায় রূপগঞ্জের মুড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিরা হলেন, উপজেলার ব্রামনগাঁওয়ের আনোয়ার হোসেনের ছেলে আমির হামজা (২০) ও একই এলাকার মৃত হজরত আলির ছেলে মো. হামিম (২৪)।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলি বলেন, স্থানীয় কিছু সন্ত্রাসী বাহিনীর মধ্যে কিছুদিন ধরেই গোলাগুলির ঘটনা ঘটে আসছিল। এর পরিপ্রেক্ষিতে আমরা গোপন সংবাদের ভিত্তিতে দুই যুবককে গ্রেপ্তার করি। এ সময় তাদের কাছ থেকে বিদেশি দুটি পিস্তল ও ম্যাগাজিনসহ আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
মন্তব্য করুন