মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া আট বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় চারজনকে আসামিকে করে থানায় মামলা করেছেন ভুক্তভোগী শিশুর মা। শনিবার (০৮ মার্চ) সকালে ভুক্তভোগী শিশুর মা মাগুরা সদর থানায় মামলা করেন।
মামলায় অভিযুক্তরা হলেন- হিট্টু শেখ (৫০), তার ছেলে সজিব শেখ (১৮), রাতুল শেখ (২০) ও স্ত্রী জায়েদা খাতুন (৪৫)।
মাগুরা সদর থানার ওসি মো. আইয়ুব আলী কালবেলাকে বলেন, গত বৃহস্পতিবার (০৬ মার্চ) ঘটনা জানার পরেই অভিযুক্ত হিট্টু শেখকে আটক করে পুলিশ। ভুক্তভোগী শিশুকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে তার পরিবারের সদস্যরা ব্যস্ত থাকায় মামলা করতে কিছুটা বিলম্ব হয়েছে। তবে অভিযুক্ত সব আসামিকেই গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে আসামিদের রিমান্ড চেয়ে দ্রুত এ ঘটনার বিচারের প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে মাগুরা সদর থানা পুলিশ।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল বলেন, শিশুটি যেন সব প্রকার আইনি সহায়তা পান তার জন্য জেলা প্রশাসন একাগ্রভাবে কাজ করছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বোনের শ্বশুরবাড়ি মাগুরা শহরের নান্দুয়ালী এলাকায় বেড়াতে গিয়ে বোনের শ্বশুর হিটু শেখ (৫০)-এর লালসার শিকার হয় শিশুটি। ওইদিন বেলা ১১টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে আসেন তার বোনের শাশুড়ি। পরে শিশুটির মা হাসপাতালে যান। ওই দিন দুপুরেই উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে বৃহস্পতিবার রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। শুক্রবার (০৭ মার্চ) রাতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বর্তমানে মৃত্যুর সঙ্গে ঢাকা মেডিকেলে পাঞ্জা লড়ছে ভুক্তভোগী শিশুটি।
মন্তব্য করুন