নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ মার্চ) রাত দেড়টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় একজন এবং শনিবার (৯ মার্চ) এক শিশুর মৃত্যু হয়েছে।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃতরা হলেন- মো. হান্নান (৪০) ও দেড় বছরের শিশু সুমাইয়ার মৃত্যু হয়েছে। এদিকে চিকিৎসাধীন শিশু-নারীসহ চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
নিহত হান্নান, শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার গজনাপুর গ্রামের মো. মোতালেব শিকদারের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের পশ্চিম ধনকুন্ডা এলাকায় ইব্রাহিম খলিলের টিনশেড বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। নিহত শিশু একই বাড়ির পাশের কক্ষের ভাড়াটিয়া পোশাক শ্রমিক সোহাগের মেয়ে।
ডা. শাওন বিন রহমান জানান, আগুনে হান্নানের শরীরের ৪৫ শতাংশ ও শিশু সুমাইয়ার ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। নিহত হান্নানের দুই মেয়ে সামিয়া ও জান্নাত কিছুটা আশঙ্কামুক্ত। তবে লাকি আর সাব্বিরের অবস্থা ভালো না।
উল্লেখ্য, গত ৩ মার্চ রাতে সিদ্ধিরগঞ্জের পশ্চিম ধনকুন্ডা এলাকায় ইব্রাহিমের বাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এ সময় বাড়ির দুটি কক্ষে আগুন ধরে গেলে দুপরিবারের নারী-পুরুষসহ ৮ জন দগ্ধ হন।
মন্তব্য করুন