প্রতিপক্ষের আঘাতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন যুবকের মৃত্যুর গুজব ছড়িয়ে দুই বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় চার যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৭ মার্চ) রাত ১০টায় লালমনিরহাট জেলরোডের তেলিপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, জুমার নামাজ শেষে হাসাহাসিকে কেন্দ্র করে স্থানীয় আব্দুস ছালামের ছেলে জিসান (১৭) ও শফিকুলের ছেলে সজিব (১৮) এর মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। এ সময় জিসানকে মারধর করে মোবাইল ছিনিয়ে নেয় সজিব। প্রতিবাদ করতে গেলে জিসানের বাবাকেও মারধর করা হয়। পরে সন্ধ্যায় মোবাইল ফেরত দেওয়ার কথা বলে ডেকে নেয়। এ সময় আবারও জিসান ও তার ভাই রোহানকে বেধরক মারধর করা হয়।
গুরুতর আহত জিসানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়। এরপর রাত দশটার দিকে জিসানের মৃত্যু হয়েছে এমন গুজব ছড়িয়ে পড়ে একালায়। পরে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে সজিবের বাড়িসহ দুটি বাড়ি ভাঙচুর শুরু করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে জিয়া, শাহিন, সজিব, সবুজ নামে চার যুবককে আটক করে পুলিশ।
আহত রোহানের মা বিলকিছ বেগম জানান, আমার ছেলে ও স্বামীকে একা পেয়ে শফিকুলের ছেলেরা মারধর করেছে। আমার ছেলে হাসপাতালে মারা গেছে এমন গুজব ছড়িয়ে পড়লে উত্তেজিত জনগণ তাদের বাড়িঘরে হামলা করে।
এ ব্যাপারে লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নুরুন্নবী বলেন, হাসাহাসির মতো একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে মারামারি হয়। একজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি আছেন। নিহতের ঘটনাটি গুজব। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এ মারামারির ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
মন্তব্য করুন