বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট ড. মোবারক হোসাইন বলেছেন, কোরআনের শাসন ছাড়া প্রকৃত শান্তি ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। নিজেদের তৈরি আইন দিয়ে বিগত সরকার দেশ পরিচালনা করেছেন। যা ইসলাম সমর্থন করে না। তাই গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছে এ দেশের ছাত্র-জনতা।
শুক্রবার (৭ মার্চ) বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলায় ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ড. মোবারক হোসাইন বলেন, আগামী দিনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কোরআনের মাধ্যমে আগামী দিনের বাংলাদেশ পরিচালনা করা হবে। তাহলেই বাংলাদেশ হবে শান্তি ও সমৃদ্ধশালী একটি রাষ্ট্র। ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। এ দেশের মানুষের কল্যাণে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিগত দিনেও কাজ করেছে। বর্তমান এবং ভবিষ্যতেও কাজ করে যাবে।
শিবিরের সাবেক এই শীর্ষ নেতা বলেন, এ দেশে ইসলামি শাসন ব্যবস্থা ছাড়া শান্তি প্রতিষ্ঠিত হবে না। জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসলে এ দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে। পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় শান্তি প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর বিকল্প নেই। বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন একটি সংগঠন যে সংগঠন দেশ ও মানুষের কল্যাণে কাজ করে। ইহকাল ও পরকালের শান্তির জন্য কাজ করে।
চান্দলা ৫নং ওয়ার্ড জামায়াতের আমির মাওলানা আব্দুল মান্নান সরকারের সভাপতিত্বে ও শরীফুল ইসলাম মাস্টারের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান মেহমান ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম। প্রধান বক্তা ছিলেন চান্দলা ইউনিয়ন জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম।
এসময় জামায়াত নেতা রহমত উল্লাহ খান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী পীরজাদা এসএম মোস্তাফিজুর রহমানসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন