খুলনা ব্যুরো
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫, ০৯:৫২ পিএম
অনলাইন সংস্করণ

রাষ্ট্র গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে : গোলাম পরওয়ার

খুলনা মহানগর জামায়াতের ইফতার মাহফিলে বক্তৃতা দেন মিয়া গোলাম পরওয়ার। ছবি : কালবেলা
খুলনা মহানগর জামায়াতের ইফতার মাহফিলে বক্তৃতা দেন মিয়া গোলাম পরওয়ার। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জাতীয় ঐক্যের মাধ্যমে বৈষম্যহীন, মানবিক ও ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে। কোরআনের সমাজ কায়েমের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

শুক্রবার (৭ মার্চ) খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে নগরীর বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে হোটেল সিটি ইন-এ অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে নিজেদের ব্যক্তিগত আমলকে আরও সুন্দর করতে হবে। খুলনা মহানগরীর প্রতিটি পাড়া-মহল্লায় ইসলামের সুমহান বাণী পৌঁছে দিতে হবে। সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে থাকতে হবে।

সেক্রেটারি জেনারেল আরও বলেন, রমজান তাকওয়া অর্জনের মাস। বেশি বেশি ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাস, আত্মা শুদ্ধিকরণের মাস। কিন্তু স্বাভাবিকভাবেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের কেনা-বেচা এ মাসে অনেক বেশি হয়। আর এর সুযোগে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ছলেবলে মানুষ ঠকানোর উৎসবে মেতে ওঠে, যা কখনোই একজন মুমিনের পরিচয় দেয় না। আবার ব্যবসায়ীরা যখন তাদের পণ্য বিক্রিতে মশগুল; অন্যরা শুধু পণ্য ক্রয়েই নয়, ফরজ ইবাদত ভুলে গিয়ে মার্কেট ও বিভিন্ন দোকানগুলোর পরিদর্শন ও প্রদক্ষিণে মগ্ন হয়ে পড়েন অনেকে। না ফরজ নামাজের গুরুত্ব, না সুন্নত আদায়ের গুরুত্ব, না তারাবির নামাজের চিন্তা, না কোরআন মজিদ পাঠের কদর। আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে গুনাহ মাফের চেষ্টা করেন না অনেকে। এছাড়াও রয়েছে অশালীন চলাফেরা, যা রমজানের পবিত্রতাকে নষ্ট করে।

তিনি বলেন, প্রকৃতপক্ষে রমজান হলো পূর্বের সবাই গুনাহর জন্য ক্ষমা চেয়ে সাচ্চা মুসলমান হয়ে জীবনযাপনের প্রতিজ্ঞা করার মাস। এ মাসের সময়গুলো খুব বেশি বেশি ইবাদত-বন্দেগিতে অতিবাহিত করা উচিত। ফরজ নামাজ ও রোযা, ফরজ নামাজের পাশাপাশি তারাবিহ পড়া, সেহরির আগে তাহাজ্জুদ পড়া, যথাসম্ভব জিকির ও কোরআন মজিদ তেলাওয়াত করে সময় কাটানো উচিত। সে সাথে যথাসম্ভব দান-সদকা করা, আশপাশের সুবিধাবঞ্চিত মানুষের হক আদায় করা বাঞ্ছনীয়। অশ্লীলতা, ধোঁকাবাজি, প্রতারণা, অন্যের হক খাওয়া, সুদ ও জুয়াসহ সব ধরনের হারাম কাজ থেকে তো সারা বছরই বেঁচে থাকা ফরজ, রমজান মাসে এর অপরিহার্যতা আরও বেড়ে যায়। কারণ, বরকতপূর্ণ সময়ের গুনাহর কাজ অত্যন্ত ধ্বংসাত্মক হয়ে পড়তে পারে। তাই আমরা সবসময় প্রার্থনা করি, আমাদের সবার জীবনে যেন রমযানের গুরুত্ব ও ফজিলত সমানভাবে ছড়িয়ে পড়ুক।

তিনি বলেন, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন, নেক কাজের তৌফিক দেন, সব ধরনের খারাপ কাজ থেকে বিরত থাকার দৃঢ়তা দেন। আমাদের ঈমানকে মজবুত করার সুযোগ দেন।

জামায়াতে ইসলামির খুলনা মহানগরীর আমির অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ।

এতে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন- খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. হারুনার রশীদ খান, সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি অধ্যক্ষ শাহ মুহাম্মদ রুহুল কুদ্দুস, সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা জেলা আমির মাওলানা এমরান হুসাইন, খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, মহানগরী নায়েবে আমির অধ্যাপক নজিবুর রহমান, জেলা নায়েবে আমির মাওলানা গোলাম সরোয়ার, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, মহানগরী সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, মহানগরী সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলম, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী, জেলা সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, মহানগরী ছাত্রশিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলন, দক্ষিণ জেলা সভাপতি আবু জার গিফারী, উত্তর জেলা সভাপতি আবু ইউসুফ ফকির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সায়েদ বাহার রুম্মন, আইমান আহাদ, রাকিবুল ইসলাম বনি, তামিম হাসান লিয়ন, ইসলামী আন্দোলনের মাওলানা নাসির উদ্দিন, খেলাফত মজলিশের জেলা সভাপতি মাওলানা এমদাদুল হক, মহানগর সভাপতি এফ এম হারুন অর রশীদ, খুলনা জেলা মুসলিম লীগের সভাপতি প্রফেসর ফকির রেজাউদ্দিন, মহানগর সভাপতি শেখ জাহিদুল ইসলাম, খুলনা জেলা ইমাম পরিষদের মাওলানা গোলাম কিবরিয়া, খুলনার দারুল উলুম মাদ্রাসার মাওলানা নাসির উদ্দিন কাসেমী, খুলনা আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুফতি আব্দুর রহিম, তালিমুল মিল্লাত মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এএফএম নাজমুস সউদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাবেক সহ-সভাপতি আবু তৈয়ব ও মো. রাশিদুল ইসলাম, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচএম আলাউদ্দিন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা সভাপতি মো. আনিসুজ্জামান, খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল।

এর আগে সর্বশেষ ২০১৩ সালে নগরীর হোটেল ইন্টারন্যাশনাল রয়্যালে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দীর্ঘ এক যুগ পর এবার খুলনার হোটেল ইন্টারন্যাশনাল সিটি ইন-এ শুক্রবার মহানগরী জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাদের উপস্থিতিতে এক নগরবাসীর মিলনমেলায় পরিণত হয়। এমন একটি অনুষ্ঠানে একে অপরকে কাছে পেয়ে কোলাকুলি করতে দেখা যায়। দীর্ঘদিন ফ্যাসিবাদ আন্দোলনের পর জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে এমন একটি পরিবেশ সৃষ্টি হওয়ায় সবাই মহান রবের কাছে শুকরিয়া আদায় করেন। এ সময় অনেক অসুস্থ রাজনীতিবিদ কান্নায় ভেঙে পড়েন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্প / ‘তাৎক্ষণিকভাবে দুই লাখ লোকের প্রাণহানি ঘটবে’

রাজশাহীতে লাইসেন্সবিহীন রিকশা বন্ধে অভিযান

সালমান এফ রহমানসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

অধ্যাপক আমিনুলকে পদত্যাগে বাধ্য করা হয়েছে, দাবি রাশেদ খানের

জামায়াত কার্যালয়ে সাবেক মার্কিন রাষ্ট্রদূত মাইলাম

আর্জেন্টিনায় ভয়াবহ বন্যায় ১৬ মৃত্যু, শোকবার্তা পাঠালেন মেসি

ওলামা-জনতা ঐক্য পরিষদের মানববন্ধন / শরিয়া আইনে ধর্ষণের বিচার দাবি

বিএনপির নাম ব্যবহার করে লুটপাটে নেমেছে বরিশালের রিপন

দ্রুতবিচার ট্রাইব্যুনালে ধর্ষণের মামলা নিষ্পত্তির দাবি

নির্বাচনের তপশিল ঘোষণার সময় জানালেন সিইসি

১০

প্রথম স্ত্রীকে খুশি করতে দ্বিতীয় বউকে খুন

১১

নতুন রাজনৈতিক দল নিবন্ধনে গণবিজ্ঞপ্তি জারি 

১২

‘গত ১৬ বছরের শাসনামল দুর্নীতি আর অপশাসনের’

১৩

কানাডা থেকে বড় সুসংবাদ পেল বাংলাদেশ

১৪

‘চোখের পাতা নেড়েছে মাগুরার শিশুটি’

১৫

জাতীয় পরিচয়পত্রে একাধিক স্ত্রীর নাম যুক্তের নীতিগত সিদ্ধান্ত 

১৬

নারী নির্যাতন প্রতিরোধে পুলিশের হটলাইন চালু

১৭

মেহেরপুরে প্রতিদিন তালাক, নেপথ্যে অনলাইন জুয়া

১৮

প্লেব্যাকে আসিফ আকবর

১৯

শ্রমিকলীগ নেতা মতিন গ্রেপ্তার

২০
X