ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) উদ্যোগে নড়াইলের লোহাগড়ায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ মার্চ) বিকেল সাড়ে ৫টায় এনপিপি লোহাগড়া পৌর ও উপজেলা শাখার উদ্যোগে এনপিপির দলীয় কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার-পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- ন্যাশনাল পিপলস্ পার্টির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন- এনপিপি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কাজী শওকত আলী, এনপিপি নড়াইল জেলা শাখার সভাপতি শরীফ মুনীর হোসেন, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, নড়াইল সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. বেলাল আহম্মদ, লোহাগড়া উপজেলা শাখার সভাপতি মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. বদরুল আলম, পৌর এনপিপির নেতা কাজী জিয়াউর রহমান লোটাস, সৈয়দ গোলাম কিবরিয়া, মো. বোরহান উদ্দিন প্রমুখ।
পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মো. বদরুল আলম। ইফতার মাহফিলে এনপিপির লোহাগড়া পৌর ও উপজেলা শাখার নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন