মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীর সোনারং টঙ্গিবাড়ী ইউনিয়নের আমতলী গ্রামে বাইপাস সড়কের নির্মাণকাজ চলছে। সড়কটির নির্মাণকাজ শেষ হলে হাসাইল-পাঁচগাঁও-আড়িয়ল-দিঘিরপাড় ইউনিয়নসহ বিভিন্ন এলাকার মানুষ সহজেই টঙ্গিবাড়ী বাজারসহ বিভিন্ন উপজেলায় যাতায়াত করতে পারবেন।
টঙ্গিবাড়ী বাজারের যানজটও কিছুটা কমবে। জনদুর্ভোগ লাঘবে সড়ক নির্মাণকাজ শুরু হলেও জটিলতা তৈরি হচ্ছে সড়কের মাঝখানে থাকা বিদ্যুতের খুঁটি নিয়ে।
প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, ৪৩৫ মিটারের এই সড়কটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১৯ লাখ টাকা। নির্মাণকাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান নিক্সন ট্রেডিং।
স্থানীয়রা জানান, সড়কটি নির্মাণ হলে টঙ্গিবাড়ী বাজারে যানজট অনেকটা কমে যাবে। তবে সড়কটির মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে বিদ্যুতের খুঁটি। এটি সরানো না হলে দুর্ঘটনার কবলে পড়বে যানবাহন।
উপজেলা পল্লী বিদ্যুৎ কার্যালয় সূত্রে জানায়, উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকৌশলী খুঁটি সরানোর আবেদন করলে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম কালবেলাকে জানান, খুঁটির বিষয়ে উপজেলার পল্লী বিদ্যুৎ কার্যালয়ে জানানো হবে। তারাই এটি সরানোর ব্যবস্থা করবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান কালবেলাকে জানান, বিষয়টি দেখে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন