কানাইঘাট (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫, ০৪:৪৫ পিএম
আপডেট : ০৭ মার্চ ২০২৫, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

নিহত শাহেদ আহমদ। ছবি : সংগৃহীত
নিহত শাহেদ আহমদ। ছবি : সংগৃহীত

সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী মঙ্গলপুর আলুবাড়ি এলাকার ভারতের অভ্যন্তরে শাহেদ আহমদ (২৫) নামে এক বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে। নিহতের মরদেহ ভারতের সীমান্তরক্ষী বিএসএফেএর সহায়তায় মেঘালয় রাজ্য পুলিশ তাদের হেফাজতে নিয়ে গেছে বলে নিহত শাহেদের স্বজনরা দাবি করেছেন।

শুক্রবার (৭ মার্চ) সকালে ভারতের মেঘালয় রাজ্যের লাইজুরী বাঁশকোনা এলাকার ১৩১৯নং পিলারের অভ্যন্তরে শাহেদের গুলিবিদ্ধ লাশ পড়ে আছে বলে জানতে পারেন নিহতের পরিবার।

নিহত শাহেদ আহমদ সীমান্তবর্তী মঙ্গলপুর আলুবাড়ি গ্রামের মশাহিদ আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, শাহেদ গতকাল বৃহস্পতিবার রাত ৭টার দিকে কাজের উদ্দেশে আরও বেশ কয়েকজনের সঙ্গে অবৈধভাবে ভারতের মেঘালয় রাজ্যের লাইজুরি এলাকায় অনুপ্রবেশ করে। বৃহস্পতিবার রাত পর্যন্ত তিনি বাড়িতে না ফিরলে শুক্রবার সকাল থেকে শাহেদ আহমদের পরিবারের লোকজন ও স্বজনরা তাকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে তারা জানতে পারেন শাহেদ আহমদের বুকে গুলিবিদ্ধ লাশ ভারতের মেঘালয় রাজ্যের লাইজুরী বাঁশকোনা এলাকার ১৩১৯নং পিলারের অভ্যন্তরে পড়ে রয়েছে।

শাহেদ আহমদের লাশ উদ্ধারের জন্য সীমান্তবর্তী লোভাছড়া বিজিবি ক্যাম্পের স্মরণাপন্ন হলে আইনি জটিলতা থাকায় তারা নিহতের লাশ উদ্ধার করতে পারেননি। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার জানার পর তিনি বিজিবিকে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। তবে শাহেদ আহমদের লাশ ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়ায় সে দেশের পুলিশ লাশ তাদের হেফাজতে নিয়ে যায়।

স্থানীয়রা ধারণা করছেন, মাঝে মধ্যে ভারত থেকে অবৈধভাবে চিনি ও অন্যান্য পণ্যসামগ্রী বহনের জন্য সীমান্ত এলাকায় অনেকে ভারতে অনুপ্রবেশ করে থাকেন। বৃহস্পতিবার গভীর রাতে ভারতের লাইজুরি এলাকায় গুলির শব্দ শোনা গেছে। ধারণা করা হচ্ছে- অবৈধ অনুপ্রবেশ করায় গভীর রাতে ভারতীয় বিএসএফ কিংবা অস্ত্রধারী খাসিয়াদের গুলিতে শাহেদ আহমদ নিহত হয়েছেন। তার বুকে গুলির আঘাত রয়েছে বলে নিহতের পরিবারের লোকজন জানিয়েছেন।

লোভাছড়া বিজিবি ক্যাম্পে যোগাযোগ করা হলে জানানো হয়, শাহেদ আহমদ নামে এক যুবকের লাশ ভারতের অভ্যন্তরে পড়ে থাকার সংবাদ তারা পেয়েছেন। থানা পুলিশ শাহেদ আহমদের লাশ উদ্ধারে এগিয়ে এলে বিজিবি এক্ষেত্রে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে তার লাশ আনার ব্যবস্থা করতে পারে বলে তারা জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার কালবেলাকে জানান, ভারতের অভ্যন্তরে শাহেদ আহমদের লাশ পড়ে থাকার সংবাদ পেয়ে লাশ উদ্ধারে ব্যবস্থা নেওয়ার জন্য বিজিবিকে জানিয়েছেন।

কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল কালবেলাকে বলেন, শুনেছি শাহেদ আহমদ নামে এক যুবকের লাশ ভারতে পড়ে রয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে আমাদের কাছে এলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে শাহেদ আহমদের লাশ ফিরিয়ে আনতে পুলিশের যে ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটি আমরা করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে শিবিরের গণইফতার

সংসদে প্রবাসীদের ১০ শতাংশ আসন থাকা উচিত: নুর

১০ বছর ধরে বিনামূল্যে সেহরি-ইফতার করাচ্ছেন হোটেল মালিক

ফরিদপুরে আসামি ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৩

ধর্ষণবিরোধী মিছিল শেষে ফেরার পথে ছুরিকাঘাতে ছাত্রদল কর্মী নিহত

জাফলংয়ে রাতে দুগ্রুপের সংঘর্ষে আহত ২০

মসজিদে কিশোরীকে দুই দফা ধর্ষণের অভিযোগ, ইমাম আটক

লক্ষ্মীপুরে জেলেদের হামলায় পুলিশসহ আহত ৪, আটক ১৩

পিআইসিইউতে মাগুরার সেই শিশুটি

ইউনাইটেডের সাথে ড্র করে আর্সেনালের শিরোপা স্বপ্নে ধাক্কা

১০

ধর্ষণের প্রতিবাদ ও বিচার দাবিতে যবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

১১

সাবেক দুর্যোগ প্রতিমন্ত্রী এনামের সহযোগী শেখ সাইদ গ্রেপ্তার

১২

ভিনি-এমবাপ্পের গোলের পরও রিয়ালের কষ্টের জয়

১৩

ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভে উত্তাল খুলনা বিশ্ববিদ্যালয়

১৪

সারা দেশে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে চবিতে মশাল মিছিল

১৫

ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে বাকৃবিতে বিক্ষোভ

১৬

ওয়ানডে ছাড়ছেন না রোহিত শর্মা, নিজেই দিলেন ঘোষণা

১৭

ককটেল ফাটিয়ে সোনার দোকানে ডাকাতি, মালিক নিহত

১৮

নোমানের স্মরণসভায় বিএনপির হাতাহাতি

১৯

তিন মাসে ৩ দেশ সফরে যাবেন ড. ইউনূস

২০
X