সাভারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়ন ছাত্রদল সভাপতি শাওনের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সমর্থকদের বিরুদ্ধে।
বুধবার (৫ মার্চ) রাতে উপজেলার পাথালিয়া ইউনিয়নের কুড়গাঁও সোসাইটি এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সিসিটিভি ও মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ফুটেজে দেখা গেছে, একদল তরুণ দেশীয় অস্ত্রসহ মহড়া দিচ্ছে এবং শাওনের খোঁজ করছে। তারা তাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজও করে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, ডিস ব্যবসাকে কেন্দ্র করে জাহিদুল ইসলাম শাওনের বাড়িতে হামলা করে আমিনুল ইসলামের সমর্থকরা। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে পাথালিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম শাওন বলেন, আমাকে হত্যার উদ্দেশে আমার বাড়িতে দুই দফায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। বুধবার দুপুরে আমার বাবার ওপর হামলা করে। এ সময় আমার ছোট বোন বাধা দেওয়ার চেষ্টা করলে তাকেও মারধর করে। পরে ঘটনাস্থলের সিসিটিভি ডিভিআর মেশিন নিয়ে যায় হামলাকারীরা। দ্বিতীয় দফায় রাত ৮টার দিকে আবারও হামলা চালায় তারা।
এদিকে হামলার কথা অস্বীকার করেছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন