ঘুম থেকে উঠেই কর্মস্থলের উদ্দেশে রওনা হন সাদিয়া (৩৫)। কিন্তু গার্মেন্টসে যাওয়া হয়নি তার। ট্রেনে কাটা পড়ে চলে যান না ফেরার দেশে।
বৃহস্পতিবার (০৬) সকালে চট্টগ্রামের অক্সিজেন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দীন মজুমদার।
তিনি জানান, ট্রেনে কাটা পড়ে আহত এক নারীকে হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই নারী গার্মেন্টস কর্মী ছিলেন।
মন্তব্য করুন