ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নিখোঁজের একদিন পর লঞ্চ স্টাফের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (০৬ মার্চ) ঘাট থেকে এক কিলোমিটার দূরে তার লাশ পাওয়া যায়।
এর আগে বুধবার (০৫ মার্চ) এমভি মানিক লঞ্চটি যাত্রার আগে পাখা পরিষ্কার করতে গিয়ে খালে নেমে নিখোঁজ হন তাজুল ইসলাম (বড় মিয়া) নামের ওই ব্যক্তি। তিনি লঞ্চটির ইঞ্জিন রুমের স্টাফ ছিলেন।
লঞ্চের স্টাফরা জানান, লঞ্চের পাখা পরিষ্কার করার জন্য তাজুল খালে নেমে পানিতে ডুব দেন। এরপর আর ওঠেননি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে খোঁজাখুঁজি করেও তাকে পাননি। বৃহস্পতিবার ডুবুরি দল খালে নেমে এক কিলোমিটার অদূরে সুমরা ব্রিকসের পাশে তার লাশ পায়।
স্থানীয় বাসিন্দারা জানান, লঞ্চ স্টাফ নিখোঁজের পর অনেক সময় পার হওয়ায় কিছু অতিউৎসাহী জনতা লঞ্চ ভাঙচুর করে। বৃহস্পতিবার বরিশাল থেকে আসা ডুবুরি দলের একটি টিম বোরহানউদ্দিন খেয়াঘাট খালে উদ্ধারে নেমে এক কিলোমিটার অদূরে সুমরা ব্রিকসের পাশে খাল থেকে উদ্ধার করে লঞ্চ স্টাফ তাজুল ইসলামের মরদেহ উদ্ধার করে।
মন্তব্য করুন